রাজশাহীর বাগমারা উপজেলায় অবৈধভাবে গড়ে ওঠা ড্রাম চিমনি ইটভাটাগুলোতে উচ্ছেদ অভিযান পরিচালিত হয়েছে।
বুধবার দিনব্যাপী উপজেলার বিভিন্ন এলাকায় গড়ে ওঠা অবৈধ ইটভাটার বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন পরিবেশ অধিদপ্তরের নির্বাহী ম্যাজিস্ট্রেট তাসমিনা সুমি, সহকারী কমিশনার (ভূমি) সাইফুল ইসলাম ভুঁঞা। অভিযান চলাকালে চারটি ইটভাটা গুঁড়িয়ে দেওয়া হয়।
অভিযান কালে সঙ্গে ছিলেন, পুলিশ, র্যাব, ফায়ার সার্ভিসের সদস্য ও স্থানীয় শ্রমিক।
এ সময় উপজেলার বিগোপাড়, বানাইপুর, শালমারা, জয়পুরা ও দ্বীপপুর ইউনিয়নের মিরপুরে
এলাকার চারটি ড্রাম চিমনির ইটভাটা গুঁড়িয়ে দেওয়া হয়। ভ্রাম্যমাণ আদালতের উপস্থিতি টের পেয়ে ইটভাটার মালিকেরা পালিয়ে যায় ।
গুড়িয়ে দেয়া অবৈধ ড্রাম চিমনী ইট ভাটাগুলোর মধ্যে শালমারা-বাঁইগাছা এলাকার সিয়াম ব্রিকস, এমএনকে ব্রিকস এবং এসএমএআই ব্রিকসে এবং দ্বীপপুর ইউনিয়নের মিরপুরে অবস্থিত এমএমবি ব্রিকসে ভ্রাম্যমাণ অভিযান পরিচালিত হয়।
উক্ত অভিযানে অবৈধ ভাবে গড়ে উঠা ওইসব ইট ভাটার ড্রাম চিমনী ভেঙ্গে ফেলা হয়েছে। উপজেলা বেশ কিছু এলাকায় এ ভাবে অবৈধ ইটভাটা গড়ে উঠেছে।
এসব ভাটায় মাটি বহনকারী ট্রাকটর থেকে মাটি পড়ে রাস্তার যেমন ক্ষতি হয় ঠিক তেমনি কয়লার পরিবর্তে গাছ কেটে খড়ি করার কারনে পরিবেশের ভারসাম্য নষ্ট হচ্ছে মারাত্মক ভাবে। ফলে এসব ইটভাটা উচ্ছেদ হলে পরিবেশ হুমকির হাত থেকে রক্ষা পাবে বলে মনে করছেন অনেকেই।
এ ব্যাপারে ভ্রাম্যমান আদালতে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) সাইফুল ইসলাম ভূঁঞা বলেন, প্রথম দিনে চারটি ইটভাটায় অভিযান পরিচালিত হয়। অভিযান কালে ইট ভাটার মালিককে পাওয়া যায়নি। এ সময় ইটভাটাগুলো গুঁড়িয়ে দেয়া হয়। বাগমারার প্রতিটি এলাকায় অবৈধ ভাবে গড়ে ওঠা ইটভাটায় পর্যায়ক্রমে অভিযান পরিচালিত হবে।