মধ্যরাতে পাঁচ মিনিটের ব্যবধানে দুই দফা ভূমিকম্পে কেঁপে উঠল সিলেট অঞ্চল

নিজস্ব প্রতিবেদক | প্রকাশ: ১১ ডিসেম্বর, ২০২৫, ১১:১৩ এএম
মধ্যরাতে পাঁচ মিনিটের ব্যবধানে দুই দফা ভূমিকম্পে কেঁপে উঠল সিলেট অঞ্চল

মধ্যরাতে মাত্র পাঁচ মিনিটের ব্যবধানে সিলেট ও আশপাশের এলাকায় দুই দফা মৃদু ভূমিকম্প অনুভূত হয়েছে। রিখটার স্কেলে প্রথম কম্পনের মাত্রা ছিল ৩ দশমিক ৫, দ্বিতীয়টির ছিল ৩ দশমিক ৩। উভয় ভূমিকম্পই দেশের উত্তর-পূর্বাঞ্চলে রাতের নীরবতা ভেঙে মুহূর্তের জন্য দুশ্চিন্তা বাড়িয়ে দেয়।

বুধবার (১০ ডিসেম্বর) দিবাগত রাত ২টা ৫০ মিনিট ৩১ সেকেন্ডে প্রথম ভূমিকম্পটি অনুভূত হয়। আবহাওয়া অধিদপ্তর জানায়, এর উৎপত্তিস্থল ছিল সিলেটের বিয়ানীবাজার উপজেলা। ঢাকার আগারগাঁও ভূমিকম্প পর্যবেক্ষণ কেন্দ্র থেকে এর দূরত্ব ছিল ২১৬ কিলোমিটার। ঠিক পাঁচ মিনিট পর রাত ২টা ৫৫ মিনিট ১৪ সেকেন্ডে দ্বিতীয়বার কম্পন হয়, যার মাত্রা ছিল ৩ দশমিক ৩ এবং উৎপত্তিস্থল ছিল মৌলভীবাজারের বড়লেখা উপজেলা।

ইউরোপীয় ভূমধ্যসাগরীয় ভূমিকম্প কেন্দ্র ও ভারতের ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি উভয় প্রতিষ্ঠানই কম্পন দুটি নিশ্চিত করেছে। তারা জানায়, দ্বিতীয় কম্পনটির গভীরতা ছিল প্রায় ৩০ কিলোমিটার। এসব কম্পন সিলেটের জকিগঞ্জ থেকে শুরু করে সীমান্তবর্তী এলাকাতেও অনুভূত হয়।

আবহাওয়া অধিদপ্তরের সহকারী আবহাওয়াবিদ ফারজানা সুলতানা বলেন, “দুটি ভূমিকম্পই ছিল স্বল্পমাত্রার, উৎপত্তিস্থলও ছিল সিলেট অঞ্চলেই।” একইভাবে সিলেট আবহাওয়া কার্যালয়ের সহকারী আবহাওয়াবিদ শাহ মো. সজীব হোসেনও বিষয়টি নিশ্চিত করেন।

ভূমিকম্প পর্যবেক্ষণ কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা রুবাইয়াত কবির জানালেন, এ ধরনের মৃদু মাত্রার ভূমিকম্প সিলেট অঞ্চলে প্রায় প্রতি মাসেই হয়ে থাকে। তিনি বলেন, “এই কম্পনগুলো নিয়ে আতঙ্কিত হওয়ার কিছু নেই, কারণ এসব এলাকা ভূমিকম্পপ্রবণ এবং স্বল্পমাত্রার কম্পন নিয়মিতই দেখা যায়।”

গত কয়েক মাসে ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় বারবার ভূমিকম্প অনুভূত হয়েছে। এর মধ্যে ২১ নভেম্বরের ৫ দশমিক ৭ মাত্রার ভূমিকম্পটি ছিল সবচেয়ে বড়, যা ঢাকাসহ সারা দেশে আতঙ্ক ছড়ায়। আরও কয়েকটি কম্পনের উৎপত্তিস্থল ছিল নরসিংদী, গাজীপুর, শিবপুরের মতো ঢাকার আশপাশের এলাকা। এসব ঘটনায় কোথাও কোথাও ক্ষয়ক্ষতি হলেও সর্বশেষ সিলেট অঞ্চলের মৃদু কম্পনে কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

আপনার জেলার সংবাদ পড়তে