সৈয়দপুর থানায় নতুন ওসি রেজাউল করিম

এফএনএস (ওবায়দুল ইসলাম; সৈয়দপুর, নীলফামারী) : | প্রকাশ: ১১ ডিসেম্বর, ২০২৫, ০৩:২৮ পিএম
সৈয়দপুর থানায় নতুন ওসি রেজাউল করিম

নীলফামারীর ছয় থানার মধ্যে সৈয়দপুর হল একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ থানা। আর এ থানায় অফিসার ইনচার্জ ওসি হয়ে যোগদান করলেন মোঃ রেজাউল করিম রেজা। তিনি লটারীর মাধ্যমে ভাগ্যবান হয়ে এ থানায় আসেন। গত ৭ ডিসেম্বর  তিনি সৈয়দপুর থানায় যোগদান করেন। এ সময় তাঁকে ফুলেল শুভেচ্ছা জানান এবং ফুলের তোড়া দিয়ে বরণ করে নেন অন্যান্য পুলিশ সদস্যরা।

দায়িত্ব গ্রহণের পর নবাগত অফিসার ইনচার্জ ওসি রেজাউল করিম রেজা সৈয়দপুর সদর ও গোলাহাট পুলিশ ফাঁড়ী পরিদর্শন করেন। তিনি ফাঁড়ী অফিসার ও পুলিশ সদস্যদের সাথে মতবিনিময়ের মধ্যদিয়ে একে অপরের সাথে পরিচিত হন।

পরিচয়কালে তিনি শহরের আইন শৃংখলা রক্ষায় পুলিশ সদস্যদের নিরলসভাবে দায়িত্ব পালনের নির্দেশ দেন। পাশাপাশি মাদকের বিরুদ্ধে কঠোর অবস্থানের কথা বলেন। 

তিনি বলেন,পুলিশ জনগনের সেবক,থানায় যেন জনগন প্রকৃত সেবা পায় এদিকটা লক্ষ্য রাখতে হবে। থানায় এসে কোন জনগন যেন সেবা বঞ্চিত না হয় তাও খেয়াল রাখতে হবে।

১১ ডিসেম্বর সৈয়দপুর থানায় এ প্রতিবেদকের সাথে কথা হলে তিনি বলেন,আমার বাসা রংপুরে। আমি বাংলাদেশ পুলিশ বাহিনীতে যোগ দেই ২০১০ সালে। সে থেকে আজ অবদি চেষ্ঠা করেছি নিষ্ঠার সাথে দায়িত্ব পালনের। যতটুকু সম্ভব জনগনের পাশে থেকে তাদের সেবা দিয়েছি। চেষ্টা করবো এখানেও যেন জনগনকে সেবা দিতে পারি। তাই সৈয়দপুরে আইন শৃংখলা রক্ষা,মাদক নির্মুল,অপরাধমূলক কর্মকান্ড দমনসহ বিভিন্ন বিষয়ে কাজ করতে তিনি সকলের সহযোগিতা প্রত্যাশা করেন।

আপনার জেলার সংবাদ পড়তে