ডোমার ও ডিমলা মিলে নীলফামারী এক আসন। এ আসনের সাবেক সাংসদ বীর মুক্তিযোদ্ধা আফতাব উদ্দিন সরকারের বিরুদ্ধে দুর্নীতির মামলা হয়েছে।দুর্নীতি দমন কমিশন সমন্বিত জেলা কার্যালয় রংপুরের উপ-সহকারী পরিচালক জয়ন্ত সাহা ওই মামলায় বাদী হয়েছেন। ১০ ডিসেম্বর মামলাটি দুদক সমন্বিত জেলা কার্যালয়ের উপ-পরিচালক বরাবর দায়ের করা হয়।
মামলায় তিন কোটি ছিয়াত্তর লক্ষ নব্বই হাজার সাতশ ২০ টাকার তথ্য গোপন করে কমিশনে মিথ্যে তথ্য প্রদান এবং পাঁচ কোটি পাঁচ লক্ষ ৬১ হাজার নয়শত তেতাল্লিশ টাকার জ্ঞাত আয় বর্হিভুত সম্পদ অর্জনের অভিযোগ আনা হয়েছে।
মামলার বাদী উপ-সহকারী পরিচালক জয়ন্ত সাহা জানান, মামলাটি তদন্তের জন্য তদন্তকারী কর্মকর্তা নিয়োগ করা হবে এবং তদন্ত শেষে আদালতে চার্জশীট প্রদান করা হবে।
ডিমলার এক রাজনীতিবিদ বলেন,সাবেক সাংসদ আফতাব উদ্দিন সরকার ছিলেন নীলফামারী এক আসনের ত্রাস। তার নের্তৃত্বে ডিমলায় তৈরি হয়েছিল আগুন খাওয়া পার্টি নামে একটি সন্ত্রাসী বাহিনী। এদের অত্যাচারে এলাকার সাধারণ মানুষ সব সময় আতংকে থাকতো।