ডিম খাওয়ার অপরাধে

দেলদুয়ারে ছেলের শরীর গরম পানিতে ঝঁলসে দিল বাবা

এফএনএস (মোঃ অপু তালূকদার শিপলু; দেলদুয়ার, টাঙ্গাইল) : | প্রকাশ: ১১ ডিসেম্বর, ২০২৫, ০৩:৫৯ পিএম
দেলদুয়ারে ছেলের শরীর গরম পানিতে ঝঁলসে দিল বাবা

টাঙ্গাইলের দেলদুয়ারে সেদ্ধ করে ডিম খাওয়ার অপরাধে ছেলের শরীর গরম পানিতে ঝঁলসে দিয়েছে বাবা। বুধবার বিকেলে উপজেলার দেওলী ইউনিয়নের টেউরিয়া গ্রামে ঘটেছে ঘটনাটি। জানা যায় ওই গ্রামের লিটন দাসের ৭ বছরের ছেলে চন্দন দাস মায়ের নিকট থেকে ১টি ডিম চেয়ে নিয়ে খাওয়ার জন্য সেদ্ধ করে। এতে ক্ষিপ্ত হয়ে বাবা লিটন দাস ডিম সেদ্ধর কাজে ব্যবহৃত ফুটন্ত পানি শিশুটির মাথায় ঢেলে দেয়। এতে শিশুটির মাথার একাংশ সহ শরীরের পিছনের অংশ ঝলসে যায়। তীব্র যন্ত্রণায় কাতরাতে থাকলে স্থানীয় ইউপি সদস্য সাইফুল ইসলাম সুজনের সহযোগীতায় শিশুটিকে হাসপাতালে পাঠানো হয়। এ সংক্রান্ত একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে ভিডিওটি মূহুর্তেই ভাইরাল হয়ে যায়। ইউপি সদস্য সুজন বলেন, বিষয়টি অত্যন্ত মর্মান্তিক ও হৃদয় বিদারক। সামান্য একটু অপরাধেই বাবা ছেলের প্রতি এমন নির্যাতন চালাতে পারে ভাবা যায় না। ঘটনার সঙ্গে জড়িত বাবার দৃষ্টান্তমূলক শাস্তি’র দাবি জানাচ্ছি।

আপনার জেলার সংবাদ পড়তে