নীলফামারীতে অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়। এ সময় নীলফামারীর সাথে জলঢাকা, ডোমার ও পঞ্চগড়ের যোগাযোগের অন্যতম প্রধান পয়েন্ট হল বাদিয়ার মোড়। আর দীর্ঘদিন ধরে এ মোড়ে গড়ে তোলা হয় অবৈধ কাঁচা পাকা দোকান, ফুটপাত দখল,জমে থাকা ময়লা,আবর্জনা ও অগোছালো রিকশা স্ট্যান্ড। এর ফলে সেখানে প্রায়ই সময় লেগে থাকে যানজট। যানজটের কবলে পড়ে চরম ভোগান্তির শিকার হয়ে থাকেন সাধারণ মানুষসহ পথচারী। এলাকার লোকের দীর্ঘদিনের দাবি ওই সমস্যা নিরসন। অবশেষে নীলফামারী জেলা পুলিশ সুপার শেখ জাহিদুল ইসলাম পিপিএম এর নির্দেশে এবং অতিরিক্ত পুলিশ সুপার ( সার্কেল) ফারুক আহমেদ পিপিএম সেবা এর উদ্যোগে সওজ, নির্বাহী ম্যাজিস্ট্রেট, ট্রাফিক বিভাগ এবং বাজার কমিটির সমন্বয়ে চালানো হয় উচ্ছেদ অভিযান। এ অভিযানে রাস্তা ও ফুটপাত দখল করে গড়ে ওঠা দোকানপাট, হকার স্টল,এলোমেলোভাবে স্থাপিত রিকশা স্ট্যান্ড অপসারণ করা হয়।
যানজট নিরসন, পথচারীর নিরাপদ চলাচল, স্বাস্থ্য সুরক্ষা ও নগর ব্যবস্থাপনার উন্নয়নই ছিল অভিযানের মূল লক্ষ্য। জেলা পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, নগর ব্যবস্থাপনা ও পরিবেশ স্বাভাবিক রাখতে এ ধরনের কার্যক্রম নিয়মিতভাবে চলমান থাকবে।