লংগদুতে ডিসি নাজমা আশরাফী'র মতবিনিময়

এফএনএস (সাকিব মামুন; লংগদু ও বাঘাইছড়ি, রাঙ্গামাটি) : | প্রকাশ: ১১ ডিসেম্বর, ২০২৫, ০৪:০১ পিএম
লংগদুতে ডিসি নাজমা আশরাফী'র মতবিনিময়

পার্বত্য জেলা রাঙ্গামাটির লংগদু উপজেলায় কর্মরত সরকারী-বেসরকারী বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, স্থানীয় জনপ্রতিনিধি এবং মৌজা হেডম্যান কারবারী সহ সুশীল সমাজের নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) সকালে উপজেলা প্রশাসনের আয়োজিত সভায় লংগদু উপজেলা নির্বাহী কর্মকর্তা জাহাঙ্গীর হোসাইনের সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাঙ্গামাটি জেলার নবাগত জেলা প্রশাসক নাজমা আশরাফী।

এসময় সভায় উপস্থিত ছিলেন রাঙ্গামাটি জেলা পুলিশ সুপার মোহাম্মদ আব্দুর রকিব, লংগদু জোনের উপ-অধিনায়ক মেজর হোসাইন মোহাম্মদ মারুফ, বিজিবি জোনের সহকারী পরিচালক কে.এইচ.এম গোলাম কিবরিয়া, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আলমগীর হোসেন, বাঘাইছড়ি সার্কেল সহকারী পুলিশ সুপার মাহমুদল হাছান, ৩৮ আনসার ব্যাটালিয়নের কোম্পানি কমান্ডার আরিফুল ইসলাম, লংগদু থানার অফিসার ইনচার্জ জাকারিয়া প্রমুখ।

সভায় জেলা প্রশাসক নাজমা আশরাফী বলেন, লংগদুর উন্নয়নে ও দ্রুত সময়ে নানিয়ারচর সড়কের কাজ বাস্তবায়ন, বাল্যবিবাহ রোধে সচেতনতা বৃদ্ধি, আইনশৃঙ্খলা পরিস্থিতিসহ আসন্ন জাতীয় নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষ করতে সকলের সহযোগিতা কামনা করেন।

আপনার জেলার সংবাদ পড়তে