চট্টগ্রামে এস আলম গ্রুপের চেয়ারম্যান মোহাম্মদ সাইফুল আলম ও তার স্বার্থসংশ্লিষ্ট ব্যক্তিদের নামে থাকা প্রায় সতেরো হাজার কোটি টাকার জমি জব্দের আদেশ দিয়েছেন ঢাকার একটি আদালত। বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) ঢাকা মহানগর জ্যেষ্ঠ বিশেষ জজ আদালতের অবকাশকালীন বিচারক মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন দুদকের আবেদনের ওপর শুনানি নিয়ে এই আদেশ দেন। দুদকের আবেদনে বলা হয়, মোট এক হাজার ৯৩৬ দশমিক ৫০ একর জমির মূল্য ধরা হয়েছে প্রায় ১৬ হাজার ৯৪০ কোটি ৬ লাখ ৮৬ হাজার টাকা।
দুদকের উপপরিচালক তাহাসিন মুনাবীল হকের আবেদনে উল্লেখ করা হয়, সাইফুল আলম, তার পরিবার এবং স্বার্থসংশ্লিষ্ট সত্তার বিরুদ্ধে মানিলন্ডারিংয়ের অভিযোগ অনুসন্ধানে একটি যৌথ টিম গঠন করা হয়েছে। অনুসন্ধানকালে দেখা যায়, তারা বিভিন্ন ব্যাংক থেকে নামে বেনামে বিধিবহির্ভূতভাবে বিপুল ঋণ গ্রহণ করে তা আত্মসাত করেছেন এবং সেই অর্থ দিয়ে দেশে ও বিদেশে বিপুল সম্পদ অর্জন করেছেন।
তদন্তে আরও জানা যায়, সংশ্লিষ্টরা সাম্প্রতিক সময়ে এসব স্থাবর সম্পদ অন্যত্র হস্তান্তর বা স্থানান্তরের চেষ্টা করছেন। দুদকের আবেদনে বলা হয়, অনুসন্ধান শেষ হওয়ার আগে সম্পদ স্থানান্তর হয়ে গেলে ভবিষ্যতে এসব অর্থ উদ্ধার করা কঠিন হয়ে পড়বে। তাই তদন্ত চলমান থাকা অবস্থায়ই সম্পদ জব্দ করা প্রয়োজন বলে আদালতে জানানো হয়।
দুদকের জনসংযোগ কর্মকর্তা উপপরিচালক আকতারুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, আদালতের আদেশ অনুযায়ী এখন এসব সম্পদের ওপর প্রয়োগযোগ্য আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।