নোয়াখালীর সেনবাগে মারকাজুল ওহি ইন্টারন্যাশনাল মাদরাসার ছাত্রদের ছবক ও পুরষ্কার বিতরন সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহষ্পতিবার দুপুরে উপজেলা চত্বর সংলগ্ন মাদরাসা মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে মেহমান হিসেবে উপস্থিত ছিলেন, উত্তর নাজিরপুর জামিয় ইসলামিয়া আরাবিয়া মাদরাসার মুহতামিম হাফেজ মাওলানা আবদুল রহমান। বিশেষ অতিথি ছিলেন, নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ব্যবসা প্রশাসন বিভাগের অধ্যাপক ও খাজিজাতুল কোবরা হল প্রোক্টর ডা. আবদুল কাইয়ুম মাসুদ। সেনবাগ পল্লী বিদ্যৎতের ডিজিএম মো. মিনারুল ইসলাম, মাদরাসার প্রধান পরিচালক হাফেজ মাওলানা আবু সায়েম মাসুম, শিক্ষক মাওলানা আবু বকর ছিদ্দিক মামুন ও গোলাম সারওয়ার।
পরে কৃতি ছাত্রদের মাঝে পুরষ্কার বিতরন করেন অতিথিবৃন্দ ও নতুন বছরের ছবক প্রদান করেন উত্তর নাজিরপুর জামিয়া ইসলামিয়া আরাবিয়া মাদরাসার মুহতামিম হাফেজ মাওলানা আবদুল রহমান।