নোয়াখালীতে

প্রার্থী মাওলানা নুরুদ্দীন আমানতপুরীর মোটরসাইকেল শোডাউন ও সভা

এফএনএস (নাসির উদ্দিন মিরাজ; বেগমগঞ্জ, নোয়াখালী) :
| আপডেট: ১১ ডিসেম্বর, ২০২৫, ০৬:৪০ পিএম | প্রকাশ: ১১ ডিসেম্বর, ২০২৫, ০৬:৪০ পিএম
প্রার্থী মাওলানা নুরুদ্দীন আমানতপুরীর মোটরসাইকেল শোডাউন ও সভা

ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত নোয়াখালী ৩ - বেগমগঞ্জ আসনে হাত পাখা প্রতীকে মাওলানা নুরুদ্দিন আমানত পুরীর পক্ষে মোটরসাইকেল শোডাউন ও উপজেলার বিভিন্ন ইউনিয়নে উল্লেখযোগ্য বাজার গুলোতে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। 

গতকাল চৌমুহনী পৌর আধুনিক বাস টার্মিনাল থেকে হাজার, হাজার নেতাকর্মী সহ মোটরসাইকেল শোভাযাত্রাটি শুরু হয়ে মাইজদী-রাজগন্থ- ছয়ানী বাজার হয়ে চন্দ্রগঞ্জ আমানুল্লাহপুর, মিরওয়ারিশপুর ইউনিয়ন সহ চৌমুহনী পৌরসভার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে জমিদার হাটে জহুরের নামাজ শেষ করে মসজিদ গেইটে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন। 

এ সময় তিনি বলেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ'র আমির মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম হাত পাখা প্রতীক দিয়ে আমাকে পাঠিয়েছে আপনাদের সেবা করার জন্য। তাই একজন সচেতন ভোটার ও দেশপ্রেমিক শান্তিপ্রিয় নাগরিক হিসেবে আমাদের সামনে ভালো কাজ করার সুযোগ এসেছে। আপনারা যদি চান ইসলাম, দেশ, সমাজ ও মানুষের কল্যাণে ভালো কাজ করে মূল্যবান সুযোগটি কাজে লাগাতে পারেন। কারণ ভোট আপনার।এটা রক্ষণাবেক্ষণ করার দায়িত্ব আপনার। তাই মানবতার কল্যাণে হাত পাখা মার্কায় আপনাদের ভোট দিয়ে আমাকে বিজয়ী করার অনুরোধ জানাচ্ছি।  এ সময় বিভিন্ন ইউনিয়ন ও থানা কমিটির দায়িত্বশীল নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। 

আপনার জেলার সংবাদ পড়তে