নির্বাচনকে সুষ্ঠু করতে সহায়তায় প্রস্তুত জামায়াত: ডা. শফিকুর

এফএনএস অনলাইন: | প্রকাশ: ১২ ডিসেম্বর, ২০২৫, ১১:৫১ এএম
নির্বাচনকে সুষ্ঠু করতে সহায়তায় প্রস্তুত জামায়াত: ডা. শফিকুর

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণাকে স্বাগত জানিয়েছেন।

শুক্রবার দলের ভেরিফায়েড ফেসবুক পেজ থেকে দেয়া এক পোস্টে ডা. শফিকুর রহমান বলেন, “ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়েছে, স্বাগতম। ঘোষিত এই নির্বাচনকে করার জন্য যৌক্তিক সব ধরনের সহযোগিতার জন্য আমরা প্রস্তুত।”

এছাড়া ঘোষিত আরপিও অনুযায়ী ৪৮ ঘণ্টার মধ্যে বিভিন্ন প্রচার উপকরণ নিজ দায়িত্বে সরিয়ে নেয়ার জন্য দেশের সব পর্যায়ের দায়িত্বশীল ও কর্মীদের প্রতিও আহ্বান জানান জামায়াত আমির।

এরআগে, বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) সন্ধ্যায় জাতির উদ্দেশে দেয়া ভাষণে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করেন সিইসি। ঘোষিত তফসিল অনুযায়ী ২২ জানুয়ারি থেকে নির্বাচনের আনুষ্ঠানিক প্রচারণা শুরু হবে।

আপনার জেলার সংবাদ পড়তে