ভূঞাপুরে শীতের শুরুতেই ব্যস্ততা বেড়েছে লেপ-তোষক কারিগরদের

এফএনএস (সৈয়দ সরোয়ার সাদী রাজু; ভূঞাপুর, টাঙ্গাইল) : | প্রকাশ: ১২ ডিসেম্বর, ২০২৫, ০৫:২৬ পিএম
ভূঞাপুরে শীতের শুরুতেই ব্যস্ততা বেড়েছে লেপ-তোষক কারিগরদের

টাঙ্গাইলের ভূঞাপুরে শীতের প্রকোপ বাড়ার সঙ্গে সঙ্গে লেপ-তোষক তৈরির কারিগরদের ব্যস্ততা চোখে পড়ার মতোভাবে বৃদ্ধি পেয়েছে। উপজেলার ভূঞাপুর বাজার, গোবিন্দাসী, নিকরাইল, ফলদা ও নলিন বাজার এলাকা ঘুরে দেখা গেছে-শীত নেমে আসতেই কারখানা ও দোকানগুলোতে ক্রেতাদের ভিড় বাড়ছে।

কারিগররা জানান, নভেম্বরের শেষ সপ্তাহ থেকেই লেপ-তোষক বানানোর অর্ডার বাড়তে শুরু করে। এখন প্রতিদিন সকাল থেকে গভীর রাত পর্যন্ত কাজ করেও অর্ডার সামলাতে হিমশিম খেতে হচ্ছে তাদের। বিশেষ করে নতুন তুলা, পুরোনো লেপ-তোষক পূননির্মাণের  চাহিদাই বেশি।

স্থানীয়রা বলেন, পৌষ-মাঘের কনকনে ঠান্ডা সামনে রেখে এখনই লেপ-তোষক প্রস্তুত করছে সাধারণ মানুষ। তাই প্রতিটি বাজারেই কারিগরদের দোকানে ভিড় লেগেই আছে। অনেক কারিগর আবার বাড়তি মজুর নিয়োগ করেছেন চাহিদা সামাল দিতে।

কারিগররা আরও জানান, তুলা, কাপড় ও শ্রমমূল্য কিছুটা বাড়লেও ক্রেতারা নিজেদের প্রয়োজনীয় শীতবস্ত্র ঠিক করতেই দোকানে ভিড় করছেন। শীত যত বাড়বে, তাদের ব্যস্ততাও তত বাড়বে বলে আশা করছেন তারা।

স্থানীয় ব্যবসায়ীরা বলছেন, প্রতিবছর শীতকালে লেপ-তোষক বাজারে মৌসুমী বেচাকেনা জমে ওঠলেও বছরের বাকি সময়গুলো বেচা-কেনা খ্বুই কম থাকে।

আপনার জেলার সংবাদ পড়তে