রংপুরে খুন করে অটো ছিনতাই

এফএনএস (মমিনুল ইসলাম রিপন; রংপুর) : | প্রকাশ: ৬ জানুয়ারী, ২০২৫, ০৬:৪২ পিএম
রংপুরে খুন করে অটো ছিনতাই

রংপুরে খুনের পর হাতপা বেঁধে চালককে পুকুরে ফেলে দিয়ে অটো ছিনিয়ে নিয়ে গেছে দুবৃত্তরা। তার নাম শাওন(১৫)। সোমবার ( ৬ জানুয়ারী) রংপুর সদর উপজেলার সদ্যপস্কনি ইউনিয়নের  জানকি ধাপেরহাটের বসুর পুকুর থেকে তার লাশ উদ্ধার করা হয়। রংপুর সদর কোতোয়ালি থানার  পুলিশ পরিদর্শক(তদন্ত) নাহিদ হোসেন জানান, স্থানীয়দের কাছ থেকে শাওন মিঠাপুকুর উপজেলার আশকরপুর শঠিবাড়ি এলাকার সাহাবুল ইসলামের পুত্র। রোববার (৫ জানুয়ারী) বিকেলে বাড়ি থেকে অটো নিয়ে বের হওয়ার পর থেকেই আর বাড়ি ফেরেননি শাওন। পরিবারের লোকজন খোঁজাখুঁজি করে না পেয়ে মিঠাপুকুরে থানায় মৌখিক ভাবে জানায়। এরপর তার লাশ  পুকুরে হাতপা গলার সাথে পাওয়া যায়। লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। রংপুর পুলিশ সুপার আবু সাইম জানান,  প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে তাকে হত্যার পর হাতপা বেঁধে অটো ছিনিয়ে গেছে দুর্বৃত্তরা।  আইনগত প্রক্রিয়া শেষে পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করা হবে। একই সাথে এ ঘটনায় মামলার প্রস্তুতি ও তদন্ত শুরু হয়েছে।

আপনার জেলার সংবাদ পড়তে