রাজধানীর উত্তরায় জুলাই রেভেলস সংগঠনের দুই সদস্যকে কুপিয়ে গুরুতর জখম করেছে দুর্বৃত্তরা। তাদের মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে উত্তরার ৬ নম্বর সেক্টরে অবস্থিত ইউএসবি স্পেশালাইজড হসপিটালে নেওয়া হয়েছে।
তথ্যনুযায়, “আহতরা শনিবার সন্ধ্যায় ওসমান হাদির ওপর গুলির ঘটনায় মানববন্ধন থেকে ফেরার পথে উত্তরা ৪ নম্বর সেক্টরে ওই দুজন হামলার শিকার হন।”
শনিবার (১৩ ডিসেম্বর) রাত সাড়ে ৮টার পর উত্তরা ৮ নম্বর সেক্টরের রেললাইনের পাশে এই ঘটনাটি ঘটে।
ঘটনাস্থলে উত্তরা পূর্ব থানার ওসি মো. মোরশেদ আলম উপস্থিত আছেন। এ বিষয়ে বিস্তারিত পরে জানানো হবে বলে জানিয়েছেন তিনি।
পুলিশের উত্তরা জোনের এডিসি আহম্মেদ আলী গণমাধ্যমকে বলেন, একটি মারামারির ঘটনা ঘটেছে। আহতরা স্থানীয় হাসপাতালে ভর্তি আছেন। তারা জুলাইযোদ্ধা কি-না খোঁজ নেওয়া হচ্ছে।