দেশ নেতৃত্বহীন করতে হাদিকে গুলি— হিটলিস্টে রয়েছে আরও অনেকে: আসিফ মাহমুদ

এফএনএস অনলাইন: | প্রকাশ: ১৪ ডিসেম্বর, ২০২৫, ১১:৩২ এএম
দেশ নেতৃত্বহীন করতে হাদিকে গুলি— হিটলিস্টে রয়েছে আরও অনেকে: আসিফ মাহমুদ
ছবি, সংগৃহিত

অন্তর্বর্তী সরকারের সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া রোববার সকালে শহীদ বুদ্ধিজীবী দিবসে জাতির শ্রেষ্ঠ মেধাবীদের প্রতি শ্রদ্ধা নিবেদন শেষে বললেন, “দেশকে নেতৃত্বহীন করতে অভ্যুত্থানের নেতাদের টার্গেট করেছে ২৪-এর পরাজিত শক্তিরা। যার অংশ হিসেবে হাদিকে গুলি করা হয়েছে। আরও অনেককে হিটলিস্টে রাখা হয়েছে।”

আসিফ মাহমুদ বলেন, “স্বাধীনতার ৫৪ বছরে প্রাপ্তির পরিমাণ কম হলেও স্বাধীন সার্বভৌম রাষ্ট্র পেয়েছি। যা প্রতিষ্ঠার লড়াই ৫৪ বছরেও করে যেতে হয়েছে। পাকিস্তানি বাহিনী যেমন স্বাধীনতার পূর্বে দেশকে মেধাশূণ্য করতে চেয়েছিলো, একইভাবে ২৪ এর পরাজিত শক্তি দেশকে নেতৃত্বহীন করতে অভ্যুত্থানের নেতৃত্বদের টার্গেট করছে। যার অংশ হিসেবে হাদিকে গুলি করা হয়েছে। আরও অনেককে হিটলিস্টে রাখা হয়েছে।”

‘একাত্তরের যেমন পাকিস্তানি বাহিনী ও তার দোসররা সফল হয়নি, এবারও পরাজিত ফ্যাসিবাদের দোসরদের কোনো ষড়যন্ত্র সফল হবেনা’-যোগ করেন সাবেক এ উপদেষ্টা।

আপনার জেলার সংবাদ পড়তে