আটোয়ারীতে শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে সভা

এফএনএস (মোঃ আনিসুর রহমান; আটোয়ারী, পঞ্চগড়) : | প্রকাশ: ১৪ ডিসেম্বর, ২০২৫, ০১:৫৪ পিএম
আটোয়ারীতে শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে সভা

পঞ্চগড়ের আটোয়ারীতে শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে আলোচনাসভা অনুষ্ঠিত হয়েছে। রোববার (১৪ ডিসেম্বর) সকালে পরিষদের সম্মেলন কক্ষে নবাগত আটোয়ারী উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) রিপামনি দেবী’র সভাপতিত্বে দিবসটির স্মরণে আলোচনাসভা অনুষ্ঠিত হয়। বুদ্ধিজীবী দিবসের ওপর গুরুত্বারোপ করে বক্তব্য রাখেন কৃষি অফিসার মোস্তাক আহমেদ, উপজেলা মডেল স্বাস্থ্য কমপ্লেক্সের প্রধান ডাঃ মোঃ হুমায়ুন কবির, উপজেলা প্রকৌশলী মোঃ ফয়সাল, আটোয়ারী থানার নবাগত অফিসার ইনচার্জ মোঃ মতিয়ার রহমান ও ওসি (তদন্ত) মোঃ ফারুকুল ইসলাম, মাধ্যমিক শিক্ষা অফিসার লুৎফুল কবির মোঃ কামরুল হাসান, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের আহবায়ক বীরমুক্তিযোদ্ধ মোঃ পশিম উদ্দীন, সদস্য সচিব বীরমুক্তিযোদ্ধা মোঃ জাহেদুর রহমান, বীরমুক্তিযোদ্ধা শেখ নুরুল ইসলাম ও বীরমুক্তিযোদ্ধা জোতিষ চন্দ্র বর্মন প্রমূখ।

উল্লেখ্য, আজ ১৪ ডিসেম্বর, শহীদ বুদ্ধিজীবী দিবস। ১৯৭১ সালের আজকের দিনে দখলদার পাকিস্তানি হানাদার বাহিনী ও তাদের দোসর রাজাকার আল-বদর, আল-শামসরা বাংলার শ্রেষ্ঠ সন্তান দেশ বরেণ্য শিক্ষাবিদ, চিকিৎসক, প্রকৌশলী, সাংবাদিক, শিল্পি সহ আরো অনেক বিশিষ্ট ব্যক্তিদেরকে তাদের বাড়ি থেকে চোখ বেঁধে তুলে নিয়ে অজ্ঞাত স্থানে নিয়ে নির্মম নির্যাতন ও হত্যা করে। মূলত: নবগঠিত স্বাধীন বাংলাদেশকে সামাজিক, সাংস্কৃতিক ও শিক্ষাগত দিক থেকে দুর্বল এবং পঙ্গু করার পরিকল্পনার অংশ হিসেবে বাংলাদেশের জ্ঞানী-গুণী ও মুক্তবুদ্ধিসম্পন্ন মানুষদের সেদিন নির্মমভাবে হত্যা করে ঘাতকবাহিনী।

আপনার জেলার সংবাদ পড়তে