মেহেরপুরের গাংনীতে শহীদ বুদ্ধিজীবী দিবস পালন করা হয়েছে। শনিবার সকাল ১১ টায় উপজেলা পরিষদ সভা কক্ষে আলোচনা সভা ও শহীদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদনের মধ্য দিয়ে দিবসটি পালন করা হয়।
গাংনী উপজেলা নির্বাহী অফিসার মোঃ আনোয়ার হোসেনের সভাপতিত্বে এ সময় গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি উত্তম কুমার দাস, প্রাণিসম্পদ কর্মকর্তা আব্দুল মোত্তালিব, পজিপ কর্মকর্তা মোস্তাফিজুর রহমান, মুক্তিযোদ্ধা হিসাব উদ্দিন সহ সরকারি কর্মকর্তা ও গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন।