কয়রায় জমি জবর দখলের চেষ্টা ও স্যালো মেশিং ভাংচুরের অভিযোগ

এফএনএস (মোঃ রিয়াছাদ আলী; কয়রা, খুলনা) : | প্রকাশ: ১৪ ডিসেম্বর, ২০২৫, ০২:০৭ পিএম
কয়রায় জমি জবর দখলের চেষ্টা ও স্যালো মেশিং ভাংচুরের অভিযোগ

কয়রা সদর ইউনিয়নের ২নং কয়রা গ্রামে ভোগ দখলীয় জমি জবর দখলের চেষ্টা ও স্যালো মেশিং ভাংচুরের অভিযোগে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। রোববার (১৪ ডিসেম্বর)  বেলা ১১ টায় কয়রা উপজেলা প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য উপজেলার ২নং কয়রা গ্রামের মৃত নীলমনি বিশ্বাসের পুত্র সুপদ বিশ্বাস জানান, পৈত্রিক সুত্রে আমার প্রাপ্ত ১.৩৩ একর জমি দির্ঘদিন যাবত মিষ্টি পানির মৎস্য ঘের সহ ধান চাষাবাদ করে শান্তিপুর্নভাবে ভোগ দখল করে আসছি। উক্ত মৎস্য ঘেরে পানি উত্তোলন ও ধান চাষের জন্য দুটি শ্যালো মেশিন বসানো রয়েছে। গত ১১ ডিসেম্বর আমার প্রতিপক্ষ একই গ্রামের প্রফুল্ল বিশ্বাসের পুত্র বিঞ্চুপদ বিশ্বাস, রফিকুল, আজগার আলী গাজী, বাবু ঢালী, সিরাজ শেখ ও আছিফ শেখ সহ আরও ১০/১৫ জন কোন কারন ছাড়াই দেশীয অস্ত্র সহ লাঠিসোটা নিয়ে আমার ভোগ দখলীয় জমি জবর দখল করার চেষ্টা চালায়। এমনকি আমার জমিতে বসানো শ্যালো মেশিন দুটি ভাংচুর করে।  মৎস্য ঘেরের বাসায় থাকা একটি সাবমার্সোবল মোটর ও বিদুৎতের সুইচ বোড লুট করে নিয়ে যায় তারা। অসহায়ত্ব জীবন যাপন করার কারনে আমি তাদের বিরুদ্ধে প্রতিবাদ করতে সাহস পাচ্ছিনা।  এতে করে আমার প্রায় ৫ লক্ষাধিক টাকার জিনিষপত্র ক্ষতি হয়েছে। আমি সংবাদ সম্মেলনের মাধ্যম প্রকৃত ঘটনাটি সরেজমিন তদন্তপুর্বক ব্যবস্থা গ্রহনের জন্য প্রশাসনের সার্বিক সহযোগিতা কামনা করছি।

আপনার জেলার সংবাদ পড়তে