পরিকল্পিতভাবে টার্গেট কিলিং চালানো হচ্ছে: নাহিদ ইসলাম

এফএনএস অনলাইন:
| আপডেট: ১৪ ডিসেম্বর, ২০২৫, ০৩:১৫ পিএম | প্রকাশ: ১৪ ডিসেম্বর, ২০২৫, ০৩:১৫ পিএম
পরিকল্পিতভাবে টার্গেট কিলিং চালানো হচ্ছে: নাহিদ ইসলাম

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম রোববার শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে রাজধানীর মিরপুর বধ্যভূমিতে শ্রদ্ধা নিবেদন শেষে বললেন, “নির্বাচন বানচাল করা এবং গণঅভ্যুত্থানের চেতনাকে নস্যাৎ করতেই টার্গেট কিলিংয়ের মতো ঘটনা ঘটানো হচ্ছে। এই ঘটনার সঙ্গে জড়িত প্রশাসনের ভেতর ও বাইরের সব পক্ষকে চিহ্নিত করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে।”

নাহিদ ইসলাম বলেন, যারা হাদিকে হত্যার চেষ্টা করেছে, তাদের দ্রুত গ্রেপ্তার করতে হবে।

হাদির ওপর হামলাকে কেন্দ্র করে রাজনৈতিক অঙ্গনে পারস্পরিক দোষারোপের প্রবণতার সমালোচনা করে তিনি বলেন, এ ধরনের পরিস্থিতিতে একে অপরকে দায়ী না করে সবাইকে জাতীয় ঐক্যের পথে এগিয়ে আসতে হবে। তা না হলে ফ্যাসিস্ট শক্তিরাই সবচেয়ে বেশি লাভবান হবে।

‘যারা নিজেদের ‘সুশীল বুদ্ধিজীবী’ হিসেবে পরিচয় দিয়ে ফ্যাসিবাদের পক্ষে জনমত তৈরিতে ভূমিকা রাখছেন, জনগণের পক্ষে থাকা বুদ্ধিজীবীদের উচিত তাদের বিরুদ্ধে সোচ্চার হওয়া এবং সংগ্রাম চালিয়ে যাওয়া’-যোগ করেন নাহিদ ইসলাম।

আপনার জেলার সংবাদ পড়তে