চাঁদপুরে শহিদ বুদ্ধিজীবী দিবস ২০২৫ পালিত

এফএনএস (মিজানুর রহমান; চাঁদপুর) : | প্রকাশ: ১৪ ডিসেম্বর, ২০২৫, ০৩:২৯ পিএম
চাঁদপুরে শহিদ বুদ্ধিজীবী দিবস ২০২৫ পালিত

চাঁদপুরে জেলা প্রশাসনের আয়োজনে যথাযোগ্য মর্যাদায় পুষ্পস্তবক অর্পণ ও আলোচনা সভার মধ্য দিয়ে শহিদ বুদ্ধিজীবী দিবস-২০২৫ পালিত হয়েছে। ১৪ ডিসেম্বর সকাল ৯টায় কর্মসূচির শুরুতে জেলা প্রশাসকের কার্যালয় এর সামনে শহিদদের স্মরণে নির্মিত মুক্তিযোদ্ধা স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে জাতির শ্রেষ্ঠ সন্তানদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করা হয় এবং তাঁদের অবদান কৃতজ্ঞচিত্তে স্মরণ করা হয়। এসময় বিভিন্ন সরকারি দপ্তরের পক্ষ থেকেও পুষ্পস্তবক দিয়ে শহিদদের প্রতি সম্মান জানানো হয়। পরবর্তীতে চাঁদপুর সদর উপজেলা অডিটোরিয়াম এ অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট মো.নাজমুল ইসলাম সরকার। এসময় বিশেষ অতিথি হিসেবে ছিলেন পুলিশ সুপার মো. রবিউল হাসান, পুলিশ সুপার,চাঁদপুর এবং সভায় সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) নাজমুন নাহার,  চাঁদপুর।

ডিডি,এলজি ও পৌর প্রশাসক মো. গোলাম জাকারিয়া,চাঁদপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা এসএমএন জামিউল হিকমা,বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব আব্দুল হামিদ মাস্টার, মুক্তিযোদ্ধা সংসদ চাঁদপুর জেলা ইউনিটের সদস্য সচিব বীর মুক্তিযোদ্ধা ও ব্যাংকার মো. মুজিবুর রহমানসহ

 উক্ত সভায় বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তাবৃন্দও উপস্থিত ছিলেন। জেলা প্রশাসক ১৯৭১ সালের ১৪ ডিসেম্বর শহিদ বুদ্ধিজীবীদের আত্মত্যাগ গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন এবং মুক্তিযুদ্ধের চেতনাকে প্রজন্ম থেকে প্রজন্মে ধারণ করার গুরুত্ব তুলে ধরেন।