দেবহাটায় সুশীলনের দেবহাটা এরিয়া অফিসের আয়োজনে ও ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের অর্থায়নে উপজেলা রিডিং ক্যাম্প সিএমসি অন্তর্ভুক্ত শিক্ষা নেটওয়ার্কিং সেমিনার অনুষ্ঠিত হয়েছে। দেবহাটা মডেল মসজিদের হলরুমে রবিবার ১৪ ডিসেম্বর সকাল সাড়ে ১১টায় অনুষ্ঠিত উক্ত সেমিনারে সভাপতিত্ব করেন সুশীলনের দেবহাটা এরিয়া অফিসের প্রোগ্রাম ম্যানেজার মামুন হোসেন। সুশীলনের কমিউনিটি ডেভেলপমেন্ট অফিসার মিজানুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন দেবহাটা উপজেলা শিক্ষা কর্মকর্তা ইদ্রিস আলী, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের একাডেমিক সুপারভাইজার মিজানুর রহমান, দেবহাটা উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নাসরিন জাহান, দেবহাটা রিপোর্টার্স ক্লাবের সভাপতি আর.কে.বাপ্পা, সাধারন সম্পাদক মেহেদী হাসান কাজল, টাউনশ্রীপুর শরচ্চন্দ্র উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবুল কালাম, পারুলিয়া মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক শফিকুল আজম, আহ্ছানিয়া মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক স্বপন কুমার ঘোষ, ফাতেমা রহমান মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক আব্দুল আজিজ, দেবহাটা মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক অনুপ কুমার দাস, সুশীলনের মনিটরিং কর্মকর্তা শরিফুজ্জামান, কমিউনিটি ডেভেলপমেন্ট অফিসার নীলাদ্রি বিশ্বাসসহ বিভিন্ন স্কুলের শিক্ষকমন্ডলী, সাংবাদিক ও সুধীজন। সেমিনারে উপজেলার সখিপুর ইউনিয়ন বাদে ৪টি ইউনিয়নের সকল মাধ্যমিক ও প্রাথমিক বিদ্যালয়ের ৩ থেকে ১৮ বছর বয়সী সকল শিশুদের শিক্ষামুখী করা, সকল শিক্ষা প্রতিষ্টানে সবুজ বাগান করার বিষয়ে আলোচনা ও অবহিত করা হয়।