নীলফামারীতে মোটরসাইকেলের ধাক্কায় ভ্যানচালক নিহত

এফএনএস (ওবায়দুল ইসলাম; সৈয়দপুর, নীলফামারী) : | প্রকাশ: ১৪ ডিসেম্বর, ২০২৫, ০৪:৪৪ পিএম
নীলফামারীতে মোটরসাইকেলের ধাক্কায় ভ্যানচালক নিহত

নীলফামারীর কিশোরগঞ্জ খেতুর বাজার এলাকায় মোটরসাইকেলের ধাক্কায় এক ভ্যানচালক নিহত হয়েছেন। ১৪ ডিসেম্বর এ দুর্ঘটনা ঘটে উপজেলার খেতুর বাজারে। নিহত ভ্যানচালকের নাম মোরছালিন (৪০)। তিনি কিশোরগঞ্জ উপজেলার মধ্য কালিকাপুর বালাপাড়া গ্রামের টন্না মামুদের ছেলে।

প্রত্যক্ষদর্শীরা জানান, খেতুর বাজার এলাকায় রাস্তার ওপর দিয়ে পানির পাইপ টেনে আলু ক্ষেতে সেচ দিচ্ছিলেন স্থানীয় কৃষকরা। সকাল আনুমানিক ৯টার দিকে যাত্রীসহ একটি ভ্যান টেংগনমারীর দিকে যাচ্ছিল। এ সময় বিপরীত দিক থেকে দ্রুতগতিতে আসা মোটরসাইকেল পাইপ পারাপারের সময় ভ্যানটির সঙ্গে মুখোমুখি সংঘর্ষে জড়িয়ে পড়ে।

সংঘর্ষে ভ্যানচালক মোরছালিন ছিটকে পড়ে মাথায় গুরুতর আঘাত পান। স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নেয়ার সময় ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।কিশোরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) লুৎফর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, লাশ ময়না তদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

আপনার জেলার সংবাদ পড়তে