চিতলমারীতে শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে সভা

এফএনএস (মোঃ একরামুল হক মুন্সী; চিতলমারী, বাগেরহাট) : | প্রকাশ: ১৪ ডিসেম্বর, ২০২৫, ০৪:৫২ পিএম
চিতলমারীতে শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে সভা

বাগেরহাটের চিতলমারীতে শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। এই সময় বক্তারা বলেন, একাত্তরে বুদ্ধিজীবীদের আত্মত্যাগ দেশকে মেধাশূন্য করার ষড়যন্ত্রকে ব্যর্থ করে জাতিকে আলোকিত পথ দেখিয়েছেন আমাদের সূর্যসন্তানেরা। তাদের মধ্যে অনেকে বেচেনাই, অনেকে বেচে আছেন।আগামী প্রজন্মকে এ বিষয়ে উদবুদ্ধ করতে হবে। রবিবার (১৪ ডিসেম্বর) সকাল ১০টায় চিতলমারী উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলা নির্বাহী অফিসার মোঃ সাজ্জাদ হোসেন এর সভপতিত্বে ও উপজেলা প্রকৌশলী মো: সাদ্দাম হোসেন এর পরিচালনায় দিবসটির তাৎপর্যতুলে ধরে বক্তব্য রাখেন, বীর মুক্তিযোদ্ধাবৃন্দ, থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: নজরুল ইসলাম, উপজেলা প্রাণি সম্পদ কর্মকর্তা আহমেদ ইকবাল চিতলমারী প্রেসক্লাব সভাপতি একরামুল হক মুন্সী, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি কামরুজ্জামান খান পিকলু, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার অচ্যুৎনন্দ দাস  প্রমূখ।