পাবনার চাটমোহরে সড়ক দূর্ঘটনায় আহত ব্যবসায়ী আঃ মজিদের মৃত্যু হয়েছে। রবিবার (১৪ ডিসেম্বর) সকাল সাড়ে ১১টার পর রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে আইসিইউ-তে থাকা অবস্থায় তার মৃত্যু হয়। আঃ মজিদ (৫৫) চাটমোহর পৌর সদরের বালুচর মহল্লার মৃত নওশের আলী সরকারের ছেলে।
জানা গেছে,গত ৬ ডিসেম্বর সন্ধ্যার পর চাটমোহর রেলস্টেশন থেকে অটোভ্যান যোগে বাড়ি ফেরার পথে চাটমোহর পৌর সদরের মহিলা ডিগ্রী কলেজের পাশে দূর্ঘটনায় পতিত হন। অটোভ্যান থেকে পড়ে মারাত্মক জখম হন এবং মাথায় আঘাতপ্রাপ্ত হন। পরে তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে আইসিইউ-তে রাখা হয়। রবিবার সেখানেই তার মৃত্যু হয়।