ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষনার পর পাবনা-৩ (চাটমোহর-ভাঙ্গুড়া-ফরিদপুর) আসনে সম্ভাব্য প্রার্থী ও তাঁদের কর্মী-সমর্থকরা নড়েচড়ে বসেছেন। বিশেষ করে ধানের শীষ প্রতীক নিয়ে জনগণের দুয়ারে দুয়ারে যাচ্ছেন বিএনপি মনোনীত প্রার্থী কৃষকদলের কেন্দ্রীয় সভাপতি কৃষিবিদ হাসান জাফির তুহিন ও তার কর্মী সমর্থকরা। তুলে ধরছেন রাষ্ট্র কাঠামো সংস্কারে বিএনপি ঘোষিত ৩১ দফার আলোকে আগামীর বাংলাদেশ বিনির্মাণের কথা। গণসংযোগ ও মতবিনিময় সভায় আশ্বস্ত করা হচ্ছে স্থানীয় সমস্যা সমাধানের। পাশাপাশি তারা দোয়া প্রার্থনা করছেন বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায়। ইতোমধ্যে হাসান জাফির তুহিন পাবনা-৩ এলাকায় গাছের চারামগম,ধানের বীজ বিতরণ করেছেন। তাঁর পক্ষে গত দুইদিন ধরে গণসংযোগ করছেন তাঁর বড়ভাই আমেরিকা প্রবাসী হাসান জাকির হেলাল। বিএনপির স্থানীয় নেতৃবৃন্দ রয়েছেন তাঁর সাথে।
এই আসনে বিএনপির মনোনয়নবঞ্চিত সাবেক এমপি কে এম আনোয়ারুল ইসলামও গণসংযোগ চালিয়ে যাচ্ছেন। যোগ দিচ্ছেন বিভিন্ন ইসলামী জালসাসহ নানা অনুষ্ঠানে। গত শনিবার (১৩ ডিসেম্বর) সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে তিনি স্বতন্ত্র হয়ে নির্বাচনের আশাবাদ ব্যক্ত করে বলেন,“দল ভুল করলেও আনোয়ার ভুল করবে না,জনগণ চাইছে আমি নির্বাচন করি”।
এদিকে জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী অধ্যাপক মওলানা আলী আছগার কর্মী-সমর্থকদের নিয়ে ব্যাপকভাবে গণসংযোগ চালিয়ে যাচ্ছেন। যোগ দিচ্ছেন বিভিন্ন অনুষ্ঠানে।
স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করার ঘোষনা দিয়ে মাঠে নেমেছেন বিএনপির আরেক মনোনয়নপ্রত্যাশী জাতীয়তাবাদী সাংস্কৃতিক দলের কেন্দ্রীয় উপদেষ্টা হাসানুল ইসলাম রাজা।
পাবনা-৩ আসনে বিএনপির এক অংশ স্থানীয় প্রার্থীর দাবিতে আন্দোলন হয়েছে। বহিরাগত প্রার্থীকে বাদ দিয়ে স্থানীয় প্রার্থীকে মনোনয়ন দেওয়ার জন্য দাবি জানিয়ে আসছে বিএনপির একটি অংশ। এনিয়ে সাধারণ ভোটারদের মধ্যেও প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে।