পিরোজপুরে শহিদ বুদ্ধিজীবী দিবস পালিত

এফএনএস (মোঃ রেজাউল ইসলাম শামীম; পিরোজপুর) : | প্রকাশ: ১৪ ডিসেম্বর, ২০২৫, ০৫:২৩ পিএম
পিরোজপুরে শহিদ বুদ্ধিজীবী দিবস পালিত

পিরোজপুরে শহিদ বুদ্ধিজীবী দিবস পালন করা হয়েছে। এ উপলক্ষে আজ রোববার দুপুরে পিরোজপুর জেলা প্রশাসনের উদ্যোগে শহীদ আব্দুর রাজ্জাক-সাইফ মিজান স্মৃতি সভাকক্ষে জেলা প্রশাসক আবু সাঈদ এর সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।  সভায় মুক্তিযোদ্ধা,  বিভিন্ন দপ্তরের প্রধান, শিক্ষা প্রতিষ্ঠান প্রধান, সাংবাদিক ও ছাত্র প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। 

সহকারী কমিশনার  মোঃ রুবাইয়াত ফেরদৌস এর সভা সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন সরকারি সোহরাওয়ার্দী কলেজের অধ্যক্ষ অধ্যাপক পান্না লাল রায়, সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ অধ্যাপক মোঃ রফিকুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ আবদুল আউয়াল, পিরোজপুর সদর উপজেলা নির্বাহী অফিসার মোঃ মামুনুর রশিদ, জেলা মুক্তিযোদ্ধা সংসদের আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা আহম্মেদ শহিদুল হক চান, সদস্য সচিব বীর মুক্তিযোদ্ধা আব্দুর রাজ্জাক মুনান, পিরোজপুর প্রেসক্লাবের সভাপতি অ্যাডভোকেট এস. এমে. রেজাউল ইসলাম শামীম, জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি সাংবাদিক মোঃ মুনিরুজ্জামান নাসিম আলী, বীর মুক্তিযোদ্ধা আব্দুস সালাম বাতেন, মুক্তিযোদ্ধা সন্তান গাজী কামরুজ্জামান শুভ্র, জুলাই যোদ্ধা আফরোজা তুলি এবং ছাত্র প্রতিনিধি মরিয়ম ইশরাত মারিয়া।

সভায় বক্তারা বলেন, শহিদ বুদ্ধিজীবীদের আত্মত্যাগ এবং মুক্তিযুদ্ধের চেতনাকে সম্মান ও ধারন করে ন্যায়ভিত্তিক ও জ্ঞাননির্ভর রাষ্ট্র গঠনে সবাইকে দায়িত্বশীল ভূমিকা রাখতে হবে। যে সূর্য সন্তানদের আমরা হারিয়েছি তাদের শূণ্যতা পূরণ হবার নয়। তবে তাদের কর্ম, তাদের আদশকে সামনে রেখে আমাদের এদেশকে গড়তে হবে। 

আপনার জেলার সংবাদ পড়তে