শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে নগরীর ত্রিশ গোডাউন বধ্যভূমিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করা হয়। রোববার সকাল দশটায় বধ্যভূমির স্মৃতিস্তম্ভে প্রথমেই শ্রদ্ধা নিবেদন করেন বরিশালের বিভাগীয় কমিশনার মাহফুজুল রহমান। এরপরই জেলা প্রশাসক খাইরুল আলম সুমন, রেঞ্জ ডিআইজি মো. মঞ্জুর মোর্শদ আলম, পুলিশ কমিশনার শফিকুল ইসলাম, পুলিশ সুপার ফারজানা ইসলাম সহ মুক্তিযোদ্ধা ও প্রশাসনের সর্বস্তরের কর্মকর্তা, বিভিন্ন কলেজের শিক্ষক-শিক্ষার্থীরা শ্রদ্ধা নিবেদন করেন।
অপরদিকে জেলার গৌরনদী উপজেলার হরহর গ্রামে পাক সেনাদের গুলিতে ১৩৫ শহীদের বদ্ধভূমিতে শ্রদ্ধাঞ্জলী নিবেদন করেছেন উপজেলা প্রশাসনের কর্মকর্তারা। দুপুরে উপজেলা অডিটোরিয়ামে দিবসটির তাৎপর্য তুলে ধরে আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার মো. ইব্রাহীম, সহকারী কমিশনার (ভূমি) মো. মেহেদী হাসান, মডেল থানার ওসি তারিক হাসান রাসেল সহ অন্যান্যরা। একইদিন সন্ধ্যায় গৌরনদী সরকারী কলেজ প্রাঙ্গনের বধ্যভূমিতে মোমবাতি প্রজ্জলন করা হয়।