দিনাজপুরে শহিদ বুদ্ধিজীবী দিবসে সভা ও পুরস্কার বিতরণী

এফএনএস (প্রভাষিকা রীতা গুপ্তা; ফুলবাড়ি, দিনাজপুর) : | প্রকাশ: ১৪ ডিসেম্বর, ২০২৫, ০৫:৫১ পিএম
দিনাজপুরে শহিদ বুদ্ধিজীবী দিবসে সভা ও পুরস্কার বিতরণী

দিনাজপুর জেলা প্রশাসনের আয়োজনে শহিদ বুদ্ধিজীবী দিবস-২০২৫ উপলক্ষে ১৪ ডিসেম্বর রোববার দিনাজপুর শিশু একাডেমি অডিটোরিয়ামে আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি)এস.এম হাবিবুল হাসান এর সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন জেলা প্রশাসক মো. রফিকুল ইসলাম এবং বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা পুলিশ সুপার মো. জেদান আল মুসা পিপিএম ও দিনাজপুর জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. মোখলেছুর রহমান।

অনুষ্ঠানে সন্মানিত অতিথির বক্তব্য রাখেন জেলা মুক্তিযোদ্ধা সংসদের আহবায়ক ও সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মো. মোকশেদ আলী মঙ্গোলিয়া, দিনাজপুর সরকারি কলেজের সাবেক অধ্যক মো. আব্দুর রাজ্জাক ও সাবেক অধ্যক্ষ একেএম আল আব্দুল্লাহ। শুভেচ্ছা বক্তব্য রাখেন জেলা যুব উন্নয়ন অধিদপ্তরের উপপরিচালক মো. রওনাকুল ইসলাম। 

এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. রিয়াজ উদ্দিন। অনুষ্ঠানটি উপস্থাপনা করেন প্রভাষক মো. হারুন উর রশীদ। শেষে বিভিন্ন প্রতিযোগিতায় অংশ গ্রহণকারীদের মাঝে পুরস্কার ও সনদপত্র প্রদান করা হয়।

আপনার জেলার সংবাদ পড়তে