শেরপুরে ফেনসিডিলসহ আটক ১

এফএনএস (শাকিল আহমেদ শাহরিয়ার; শেরপুর) :
| আপডেট: ১৪ ফেব্রুয়ারী, ২০২৫, ০৫:০৪ পিএম | প্রকাশ: ৬ জানুয়ারী, ২০২৫, ০৭:১৮ পিএম
শেরপুরে ফেনসিডিলসহ আটক ১

শেরপুরর ঝিনাইগাতীতে অভিযান চালিয়ে আমদানী নিষিদ্ধ ভারতীয় ৩শ বোতল ফেনসিডিলসহ আনোয়ার হোসেন নামে এক মাদক কারবারিকে আটক করেছে পুলিশ। আটক আনোয়ার হোসেন ঝিনাইগাতী উপজেলার রামেরকুড়া গ্রামের আব্দুল ওয়াহেদের ছেলে। জানা গেছে, এক গোপন সংবাদের ভিত্তিতে সোমবার (৬ জানুয়ারি) ভোর সাড়ে ৪ টার দিকে অভিযান চালিয়ে সিয়াম বাস কাউন্টারের সম্মুখ থেকে আনোয়ার হোসেনকে  আমদানী নিষিদ্ধ ভারতীয় ৩শ বোতল ফেনসিডিলসহ আটক করা হয়। উদ্ধারকৃত ফেনসিডিলের আনুমানিক বর্তমান বাজার মূল্য প্রায় ৩ লাখ টাকা। এ ব্যাপারে ঝিনাইগাতী থানার ওসি মো. আল আমিন বলেন, আটক মাদক কারবারি আনোয়ার হোসেনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।  সোমবার দুপুরে তাকে আদালতে সোপর্দ করেছে পুলিশ।

আপনার জেলার সংবাদ পড়তে