নাঙ্গলকোটে ইউপি চেয়ারম্যান ও যুবলীগ নেতা গ্রেফতার

এফএনএস (মাইনুদ্দিন দুলাল; নাঙ্গলকোট, কুমিল্লা) :
| আপডেট: ১৪ ডিসেম্বর, ২০২৫, ০৬:০৪ পিএম | প্রকাশ: ১৪ ডিসেম্বর, ২০২৫, ০৬:০৪ পিএম
নাঙ্গলকোটে ইউপি চেয়ারম্যান ও যুবলীগ নেতা গ্রেফতার

কুমিল্লার নাঙ্গলকোটের ঢালুয়া ইউনিয়ন পরিষদ ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও ইউনিয়ন যুবলীগ নেতা অহিদুর রহমান অহিদকে গ্রেফতার করেছে নাঙ্গলকোট থানা পুলিশ। শনিবার (১৩ ডিসেম্বর) রাতে তাকে তার নিজ বাড়ি থেকে গ্রেফতার করা হয়।

সূত্রে জানা যায়, ২০২৪ সালে উপজেলা পরিষদ নির্বাচনে স্বতন্ত্রপ্রার্থী হিসেবে চেয়ারম্যান পদে নির্বাচন করেন নাঙ্গলকোট উপজেলা আওয়ামীলীগ সাবেক সাধারণ সম্পাদক ও ঢালুয়া ইউনিয়ন পরিষদ নির্বাচিত চেয়ারম্যান নাজমুল হাসান ভূঁইয়া বাছির। নিয়ম অনুযায়ী বাছির ইউনিয়ন পরিষদের দায়িত্ব থেকে অব্যাহতি নেওয়ার পর বদরপুর ওয়ার্ড মেম্বার ও প্যানেল চেয়ারম্যান অহিদুর রহমান অহিদকে ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে দায়িত্ব দেয়া হয়। শনিবার রাতে সন্ত্রাস বিরোধী আইনে তাকে গ্রেফতার করেন নাঙ্গলকোট থানা পুলিশ। 

নাঙ্গলকোট থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুর রহমান বলেন, অহিদ মেম্বারকে সন্ত্রাস বিরোধী আইনে গ্রেফতার করা হয়েছে। আজ রবিবার আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হবে।

নাঙ্গলকোট উপজেলা নির্বাহী কর্মকর্তা লিজা আক্তার বিথী বলেন, ঢালুয়া ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান অহিদুর রহমানকে গ্রেফতারের সংবাদ শুনেছি। তবে ওই ইউনিয়নে কাকে পরবর্তী দায়িত্ব দেওয়া হবে সে বিষয়ে এখনো কোন সিদ্ধান্ত নেওয়া হয় নাই। নিয়ম অনুযায়ী পরবর্তী প্যানেলের কাউকে অথবা প্রশাসক নিয়োগ দেওয়া হবে।