টাঙ্গাইলের ভূঞাপুরে যথাযোগ্য মর্যাদায় শহীদ বুদ্ধিজীবী দিবস ২০২৫ উপলক্ষে মোমবাতি প্রজ্বালন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।রবিরার (১৪ ডিসেম্বর) সন্ধ্যায় উপজেলা পরিষদ চত্বর, ভূঞাপুরে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। ভূঞাপুর উপজেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠানে শহীদ বুদ্ধিজীবীদের স্মরণে মোমবাতি প্রজ্বালনের মধ্য দিয়ে শ্রদ্ধা নিবেদন করা হয়।
আলোচনা সভায় বক্তারা মহান মুক্তিযুদ্ধে শহীদ বুদ্ধিজীবীদের অবদান গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন এবং তাঁদের আত্মত্যাগ নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দেওয়ার ওপর গুরুত্বারোপ করেন। একই সঙ্গে মুক্তিযুদ্ধের চেতনা ধারণ করে দেশ গঠনে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানানো হয়।
কর্মসূচিতে উপজেলা প্রশাসনের বিভিন্ন কর্মকর্তা, জনপ্রতিনিধি, শিক্ষক, সাংবাদিক, রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।