হিলিতে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

এফএনএস (মোস্তাফিজার রহমান মিলন; হিলি, দিনাজপুর) : | প্রকাশ: ১৪ ডিসেম্বর, ২০২৫, ০৬:২৩ পিএম
হিলিতে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

দিনাজপুরের হাকিমপুরে মাদক মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত এক কুখ্যাত মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। রোববার (১৪ ডিসেম্বর) বিকেলে পুলিশ জানান, গ্রেপ্তারকৃত আসামি হলেন, মোছাঃ নুরছাপা (৪৮), স্বামী, ইছহাক আলী, সাং, নওপাড়া, থানা, হাকিমপুর, জেলা, দিনাজপুর। তিনি দায়রা মামলা নং ১৩৬৬/২৩ ও জিআর নং ৬৮/২৩ (মাদক মামলা) এ বিজ্ঞ আদালত কর্তৃক যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি।

হাকিমপুর থানা পুলিশের একটি বিশেষ দল শনিবার রাত আনুমানিক ২টার সময় তার নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করে। গ্রেপ্তারের পর রোববার দুপুরে যথাযথ পুলিশ স্কটের মাধ্যমে তাকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়।

হাকিমপুর থানার অফিসার ইনচার্জ জানান, মাদকবিরোধী অভিযান জোরদার রয়েছে এবং মাদক সংশ্লিষ্ট যেকোনো অপরাধীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা অব্যাহত থাকবে।

আপনার জেলার সংবাদ পড়তে