শহীদ বুদ্ধিজীবী হত্যা দিবস স্মরণে আলোচনা সভা অনুষ্ঠিত

প্রেস বিজ্ঞপ্তি | প্রকাশ: ১৪ ডিসেম্বর, ২০২৫, ০৭:১৮ পিএম
শহীদ বুদ্ধিজীবী হত্যা দিবস স্মরণে আলোচনা সভা অনুষ্ঠিত

রোববার (১৪ ডিসেম্বর) বিকেল ৩টায় বাংলাদেশের সমাজতান্ত্রিক ফ্রন্ট ও জনতার ঐক্য যৌথভাবে শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে আলোচনা সভা করেন। বাংলাদেশের স্বাধীনতা পার্টির সভাপতি আব্দুল গফুর মিয়ার সভাপতিত্বে উক্ত সভায় বক্তব্য রাখেন বাংলাদেশের সাম্যবাদী দল (এমএল) এর সাধারণ সম্পাদক কমরেড এস এম হানিফুল কবির। সোনার বাংলা পার্টির সভাপতি সৈয়দ হারুন-অর-রশিদ, রফিকুল ইসলাম আসাদ, সিকদার হারুন মাহমুদ, বাংলাদেশের সাম্যবাদী দল (এমএল) এর যুগ্ম সম্পাদক কমরেড এম এম ওবায়দুল্লাহ জয় প্রমুখ। সভার শুরুতে ১৯৭১ সনে পাক বাহিনীর হাতে নিহত সকল শহীদদের স্মরণে এক মিনিট নিরবতা পালন করেন। কমরেড এস এম হানিফুল কবির ১৯৭১ সনে নিহত ৬৩৯জন বুদ্ধিজীবীর নাম স্মরণ করেন। বক্তাগণ উল্লেখ করেন যে ১৯৭১ সনে মুক্তিযুদ্ধ ছিল একটি জনযুদ্ধ। পাক বাহিনীর সাথে তখনকার মুসলিম লীগ, জামায়াতে ইসলাম এদেশের মুক্তিযুদ্ধের বিপক্ষে অবস্থান নিয়ে গণহত্যা করেছিল। তাদের বিরুদ্ধে ট্রাইব্যুনাল গঠিত হয়েছিল বহু বিলম্বে। গুম, হত্যাকারী হিসেবে জামায়াতে ইসলামীর নেতারা দোষী সাব্যস্ত হয়েছিল। ২০২৪ সনে আওয়ামী লীগ জনগণের বিরুদ্ধে গণহত্যায় সামিল হয়ে দেড় হাজারেরও বেশি মানুষ হত্যা ও একুশ হাজারেরও বেশি মানুষকে মারাত্মকভাবে আহত করেছিল। শেখ হাসিনার ফাসির আদেশ হয়েছে। এখন ইউনুস সরকার জামায়াতকে ফেব্রুয়ারির ২০২৬ সালের জাতীয় নির্বাচনে অংশগ্রহণ করার সুযোগ দিয়েছে। বক্তাগণ জামায়াতকে নিয়ে নির্বাচনের বিরোধিতা করেন। আওয়ামী লীগসহ ১৪ দল ও জাতীয় পার্টিকে চিরদিনের জন্য রাজনৈতিক দল হিসেবে নিষিদ্ধের আহ্বান জানান।

আপনার জেলার সংবাদ পড়তে