পটুয়াখালীর কলাপাড়ায় মৎস্য সম্পদ উন্নয়নে মৎস্যজীবী নেটওয়ার্ক এবং ফেডারেশনের উদ্যোগে উপজেলা পর্যায়ে মৎস্য অধিদপ্তরের সাথে বিষয়ভিত্তিক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
রোববার সকাল সাড়ে ১১টায় কলাপাড়া সিনিয়র মৎস্য কর্মকর্তার কার্যালয়ে ওশাম গ্রান্টস প্রোগ্রাম ও ইউকে ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট’র সহযোগিতায় উত্তরণ এ বিষয় ভিত্তিক সভার আয়োজন করে।
কলাপাড়া উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা অপু সাহার সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সমবায় কর্মকর্তা মো. আব্বাস আলী।
ফিসনেট প্রকল্পের এ্যডভোসেসী অফিসার মিজানুর রহমানের সঞ্চালনায় বক্তব্য রাখেন উত্তরণ এর টেকনিক্যাল অফিসার মো. শাহাজাহান, সাংবাদিক মিলন কর্মকার রাজু প্রমুখ।
সভায় উপজেলায় মৎস্য সম্পদ উন্নয়নে মৎস্যজীবী নেটওয়ার্ক এবং ফেডারেশনের সদস্যরা বিষয়ভিত্তিক আলোচনা করেন। আলোচনার বিষয় ছিল। জেলে নিবন্ধন, মৎস্যজীবী সমবায় সমিতি গঠন ও ক্যাম্পেইন কাযক্রম।
উপজেলা সমবায় কর্মকর্তা মো. আব্বাস আলী বলেন, মৎস্যজীবী কার্ডধারীরাই মৎস্যজীবী সমবায় সমিতি করতে পারবে। কমিটির সদস্যের বয়স কমপক্ষে ২১ বছর হতে হবে। ২০জন সদস্য নিয়ে সমিতি করতে হবে। এক্ষেত্রে চেয়ারম্যান কর্তৃক প্রত্যয়ন প্রয়োজন হবে।
আর উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা অপু সাহা বলেন, জেলেদের হালনাগাদ তালিকা গত বছর তৈরী করা হয়েছে। কিন্তু বিভিন্ন প্রতিকুলতার কারনে তা প্রকাশ হয়নি। নির্বাচনের পর সিদ্ধান্ত হবে। আর যে সকল জেলে এখন ও নিবন্ধনের আওতায় আসে নি, তাদেরও আবেদন নির্বাচনের পর নেওয়া হবে।