হিজলায় শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত

এফএনএস (মোঃ নুরনবী; হিজলা, বরিশাল) : | প্রকাশ: ১৪ ডিসেম্বর, ২০২৫, ০৮:১৭ পিএম
হিজলায় শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত

হিজলা জেলার হিজলা উপজেলায় আজ ১৪ ডিসেম্বর, শহীদ বুদ্ধিজীবী দিবস ২০২৫ পালিত হয়। ১৯৭১ সালের এই দিনে দখলদার পাকিস্তানি হানাদার বাহিনী ও তাদের দোসর রাজাকার আল-বদর, আল-শামসরা বাংলার শ্রেষ্ঠ সন্তান বুদ্ধিজীবীদের হত্যা করে। দেশের বরেণ্য শিক্ষাবিদ, চিকিৎসক, প্রকৌশলী, সাংবাদিক, শিল্পী, শিক্ষকসহ বিশিষ্ট ব্যক্তিদেরকে তাদের বাড়ি থেকে চোখ বেঁধে তুলে নিয়ে অজ্ঞাত স্থানে নিয়ে নির্মমভাবে নির্যাতন ও হত্যা করা হয়। বরিশাল জেলার হিজলা উপজেলায় উপজেলা প্রশাসন কর্তৃক আয়োজিত ১৪ ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবস২০২৫, সকাল ১০ টায় উপজেলা অডিটোরিয়াম হল রুম উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ ইলিয়াস শিকদারের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয় সবার বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার ভূমি অভ্র বড়াল জ্যোতি, হিজলা থানা অফিসার ইনচার্জ মোহাম্মদ আদিল হোসেন,উপজেলা কৃষি কর্মকর্তা আহসান হাবীব আল আজাদ জনি উপজেলা প্রকৌশলী অধিদপ্তরের সুকদেব বিশ্বাস, বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির অধ্যাপক নুরুল আমিন  ও ভাষা সৈনিক নায়েব আব্দুল কুদ্দুস সহ উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা বৃন্দ।