গজারিয়ায় ১৫ পিস ইয়াবাসহ যুবক গ্রেফতার

এফএনএস (মোঃ আমিরুল ইসলাম নয়ন; গজারিয়া, মুন্সীগঞ্জ) : | প্রকাশ: ১৪ ডিসেম্বর, ২০২৫, ০৮:১৮ পিএম
গজারিয়ায় ১৫ পিস ইয়াবাসহ যুবক গ্রেফতার

গজারিয়া উপজেলার  পুলিশ তদন্ত কেন্দ্রের পুলিশের অভিযানে ১৫ পিস ইয়াবা ট্যাবলেটসহ এক যুবককে গ্রেফতার করা হয়েছে। পুলিশ সূত্রে জানা যায়, রবিবার(১৪ই ডিসেম্বর) ভোর আনুমানিক সাড়ে ৫ টায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে মোঃ দুলাল মিয়া (৩৪) কে আটক করা হয়। 

তিনি হোসেন্দী ইউনিয়নের লস্করদি গ্রামের  মৃত সুরুজ মিয়ার ছেলে।  অভিযানে তার কাছ থেকে ১৫ (পনের) পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

গজারিয়া থানার অফিসার ইনচার্জ মোঃ হাসান আলী বলেন, গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করে তাকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে। মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে এবং মাদকের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

আপনার জেলার সংবাদ পড়তে