আশাশুনিতে প্রতিবন্ধী যুবদের নিয়ে বার্ষিক মিলন মেলা

এফএনএস (জি.এম. মুজিবুর রহমান; আশাশুনি, সাতক্ষীরা) : | প্রকাশ: ১৪ ডিসেম্বর, ২০২৫, ০৮:৩৬ পিএম
আশাশুনিতে প্রতিবন্ধী যুবদের নিয়ে বার্ষিক মিলন মেলা

প্রতিবন্ধীযুবদের নিয়ে আশাশুনি মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে মিলন মেলা অনুষ্ঠিত হয়েছে। রোববার (১৪ ডিসেম্বর) সকাল ১০ টায় এ মিলন মেলা অনুষ্ঠিত হয়। লিলিয়ানা ফন্ডস এর অর্থায়নে সিডিডি এর সহায়তায় আইডিয়াল ঃযব সবধহরহমভঁষ ঢ়ধৎঃরপরঢ়ধঃরড়হ ধহফ রহপষঁংরড়হ ড়ভ পযরষফৎবহ ধহফ ুড়ঃযং রিঃয ফরংধনরষরঃু নধংবরভ ৎবযধনরষরঃধঃরড়হ প্রকল্পের আওতায় প্রজেক্টের ফোকাল মিজানুর রহমানের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন, উপজেলা সমাজ সেবা অফিসার মোঃ রফিকুল ইসলাম। উপস্থিত ছিলেন, আইডিয়ালের কর্মকর্তা বৃন্দ। আশাশুনি সদর ইউনিয়ন এবং শোভনালী ইউনিয়নের মোট ৪৫ জন যুবগন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন যুব ক্লাবের সদস্য তিশা মনি এবং ইয়াসমিন নাহার। ভিডিও প্রদর্শনের মাধ্যমে দেখানো হয় ২০২৫ সালের অ্যাচিভমেন্ট এবং ২০২৬ সালের প্যালন্ট প্রেজেন্টশনের মাধ্যমে প্রর্দশন করা হয়।

আপনার জেলার সংবাদ পড়তে