মহান বিজয় দিবস উপলক্ষ্যে চাঁদপুর জেলা প্রশাসনের কর্মসূচি গ্রহণ

এফএনএস (মিজানুর রহমান; চাঁদপুর) :
| আপডেট: ১৫ ডিসেম্বর, ২০২৫, ০৬:০২ পিএম | প্রকাশ: ১৫ ডিসেম্বর, ২০২৫, ০৫:৫৪ পিএম
মহান বিজয় দিবস উপলক্ষ্যে চাঁদপুর জেলা প্রশাসনের কর্মসূচি গ্রহণ

মহান বিজয় দিবস-২০২৫ উপলক্ষ্যে চাঁদপুর জেলা প্রশাসনের ব্যাপক কর্মসূচি গ্রহণ করা হয়েছে। 

আজ ১৬ ডিসেম্বর সূর্যোদয়ের সাথে সাথে শহরের লেকের পাড় অঙ্গীকার পাদদেশে ৩১ বার তোপধ্বনির মাধ্যমে দিবসটির সূচনা হবে। সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে

সকালে সকল সরকারি আধা সরকারি, স্বায়ত্তশাসিত এবং বেসরকারি ভবনে জাতীয় পতাকা উত্তোলন (পতাকা বিধি অনুযায়ী)। তোপধ্বনির পরপরই অঙ্গীকার পাদদেশে শহিদদের স্মরণে জেলা প্রশাসকসহ অন্যরা পুষ্পস্তবক অর্পণ করবেন। সকাল ৮ টায় চাঁদপুর স্টেডিয়ামে জাতীয় পতাকা উত্তোলন, জাতীয় সংগীত পরিবেশন, শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রীদের সমাবেশ, কুচকাওয়াজ ও শারীরিক প্রদর্শন। সকাল ১১ টায় চাঁদপুর ক্লাবে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানে সংবর্ধনা অনুষ্ঠান। 

১৬ই ডিসেম্বর হতে ১৮ ডিসেম্বর ২০২৫ খ্রিস্টাব্দ পর্যন্ত চাঁদপুর হাসান আলী সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে দিনব্যাপী আড়ম্বরপূর্ণ বিজয় মেলা (চারু, কারু ও স্থানীয়ভাবে উৎপাদিত শিল্প পণ্যের) আয়োজন ও সাংস্কৃতিক অনুষ্ঠান। এছাড়াও থাকছে মুক্তিযুদ্ধভিত্তিক চিত্রাংকন রচনা ও আবৃত্তি প্রতিযোগিতা এবং সাংস্কৃতিক অনুষ্ঠান। ১৬ই ডিসেম্বর দুপুর ২ টা থেকে সূর্যাস্ত পর্যন্ত চাঁদপুর পুরাতন লঞ্চঘাটে বাংলাদেশ কোচগার্ড ও বাংলাদেশ নৌ বাহিনীর যাওয়ার সমূহ জনসাধারণের দর্শনের জন্য উন্মুক্ত রাখা। সুবিধাজনক সময়ে স্ব স্ব শিক্ষা প্রতিষ্ঠানের (স্কুল কলেজ ও মাদ্রাসা) ছাত্রছাত্রীদের অংশগ্রহণে ক্রীড়া অনুষ্ঠান টি-টোয়েন্টি ক্রিকেট টুর্নামেন্ট, ফুটবল, কাবাডি হাডুডু খেলা এবং সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন। আরো থাকছে, শহিদ মুক্তিযোদ্ধাদের বিদেহী আত্মার মাগফেরাত, মুক্তিযোদ্ধা ও যুদ্ধাহত মুক্তিযোদ্ধাদের সুস্বাস্থ্য এবং জাতির শান্তি, সমৃদ্ধি ও অগ্রগতি কামনা করে সকল মসজিদ, মন্দির, গির্জা,প্যাগোডা ও অন্যান্য উপাসনালয়ে বিশেষ মোনাজাত -প্রার্থনা। হাসপাতাল, জেলা কারাগার, সরকারি শিশু সদন, শিশু পরিবার, সরকারি বাক শ্রবণ প্রতিবন্ধী বিদ্যালয় বিশেষ খাবার সরবরাহ। শহরের প্রধান প্রধান সড়ক ও সড়ক দ্বীপ এবং বিভিন্ন স্থাপনাসমূহে জাতীয় পতাকাসহ বিভিন্ন রঙ্গিন নিশান দ্বারা সজ্জিতকরণ।চাঁদপুরের সকল বিনোদনমূলক স্থান শিশুদের জন্য সকাল সন্ধ্যা উন্মুক্ত রাখা ও বিনা টিকিটে প্রদর্শন ব্যবস্থা রাখা। মিলনায়তনে সিনেমা হলে বিনা টিকিটে ছাত্র-ছাত্রীদের জন্য জেলা তথ্য অফিসার চাঁদপুর কর্তৃক সরবরাহকৃত মুক্তিযুদ্ধভিত্তিক চলচ্চিত্র প্রদর্শনী এবং জেলার সর্বত্র মিলনায়তনে, উন্মুক্ত স্থানে মুক্তিযুদ্ধভিত্তিক প্রামান্য চিত্র প্রদর্শন। 

জেলা প্রশাসন চাঁদপুর কর্তৃক আয়োজিত বর্ণাঢ্য এসব অনুষ্ঠানমালায় সকলের স্বতঃস্ফুর্ত উপস্থিতি কামনা করে জেলা প্রশাসক মো. নাজমুল ইসলাম সরকার বলেন,১৬ ই ডিসেম্বর মহান বিজয়ের এ দিনে আমরা সশ্রদ্ধচিত্তে স্মরণ করছি অকুতোভয় বীর মুক্তিযোদ্ধা,জীবন উৎসর্গকারী ও যুদ্ধাহত বীর সন্তান এবং সে সকল মা- বোনদের,যাদের সম্ভ্রম ও আত্মত্যাগের বিনিময়ে অর্জিত হয়েছে আমাদের স্বাধীনতা।