তানোরে ইউএনও অফিসে

ইউপি সচিবদের সাথে জামায়াত নেতৃবৃন্দের মতবিনিময়

মো: ইমরান হোসাইন; তানোর, রাজশাহী
: | আপডেট: ৭ জানুয়ারী, ২০২৫, ১২:৪৬ পিএম : | প্রকাশ: ৬ জানুয়ারী, ২০২৫, ০৯:০৬ পিএম
ইউপি সচিবদের সাথে জামায়াত নেতৃবৃন্দের মতবিনিময়
রাজশাহীর তানোরে ইউএনও অফিসে ইউপি সচিবদের সাথে জামায়াত নেতৃবৃন্দের পৃথক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। আজ ৬ জানুয়ারী সোমবার পড়ন্ত বিকেলে উপজেলা প্রশাসনের কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়। এসময় বাংলাদেশ জামায়াতে ইসলামীর ডায়েরী ও ক্যালেন্ডার উপহার সরুপ প্রদান করেন জামায়াত নেতৃবৃন্দ। এমন উপহার গ্রহণ করে উপস্থিত সবাইকে শুভেচ্ছা ও অভিনন্দন জানান তানোর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) খায়রুল ইসলাম। এতে উপস্থিত ছিলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামীর তানোর উপজেলা শাখার আমির আলমগীর হোসেন ও সেক্রেটারী ডিএম আক্কাছ আলী।

এছাড়াও রাজশাহী জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি অধ্যাপক জামিলুর রহমান এবং ওলামা বিভাগের রাজশাহী জেলার সভাপতি সিরাজুল ইসলাম, তানোর পৌর জামায়াতের সেক্রেটারি মো. জুয়েল রানা, তানোর পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের সভাপতি মাওলানা মো. আফজাল হোসেন, সেক্রেটারী মোহাম্মদ মাহবুর চৌধুরী ও পাঁচন্দর ইউনিয়ন জামায়াতের আমির জুয়েল রানা প্রমুখ। উক্ত মতবিনিময় সভায় তানোর উপজেলা ৭টি ইউনিয়ন পরিষদের সচিবগণ উপস্থিত ছিলেন। এসময় উপহার সরুপ তাদের কেউ জামায়াতে ইসলামীর পক্ষ থেকে ডায়েরী ও ক্যালেন্ডার উপহার দেয়া হয়। ই/তা
0 LIKE
0 LOVE
0 LOL
0 SAD
0 ANGRY
0 WOW
আপনার জেলার সংবাদ পড়তে