দিনাজপুরের কাহারোল উপজেলা, কাহারোল উপজেলা প্রশাসনের আয়োজনে কাহারোল উপজেলা পরিষদ হল রুমে মহান বিজয় দিবস উপলক্ষে দুপুর ১২ টায় বীর মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যগণের সংবর্ধনা দিয়েছেন উপজেলা প্রশাসন। সংবর্ধনা অনুষ্ঠানে এক আলোচনা সভা কাহারোল উপজেলা নির্বাহী অফিসার মোকলেদা খাতুন মীমের সভাপতিত্বে বক্তব্য রাখেন, কাহারোল-সেতাবগঞ্জ সার্কেলের সহকারি পুলিশ সুপার মোঃ মনিরুজ্জামান, সাবেক অধ্যক্ষ বীর মুক্তিযোদ্ধা মোঃ রফিকুল ইসলাম ও কাহারোল থানার অফিসার ইনচার্জ রোমেল বড়ুয়া প্রমুখ।