সারা দেশের ন্যায় টাঙ্গাইলের ভূঞাপুরে যথাযোগ্য মর্যাদায় ৫৫তম মহান বিজয় দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে মঙ্গলবার (১৬ ডিসেম্বর) প্রত্যুশে শহীদ বেদীতে পুষ্পস্তবক অর্পনের মধ্যদিয়ে দিনের কর্মসূচী শুরু হয়। এতে বিএনপি ও বিএনপির অঙ্গসংগঠন, বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক সংগঠন, শিক্ষা প্রতিষ্ঠান ও প্রসাশনের বিভিন্ন দপ্তর অংশ নেন।
বিজয় র্যালিতে অংশ নেন টাঙ্গাইল-২ (গোপালপুর-ভূঞাপুর) আসনের বিএনপি প্রার্থী সাবেক মন্ত্রী এডভোকেট আব্দুস সালাম পিন্টু।
অন্যদিকে এ দিবস উপলক্ষে পৃথক বিজয় র্যালির আয়োজন করে বাংলাদেশ জামায়াতে ইসলামী। র্যালী শেষে আলোচনা সভার আয়োজন করে। এতে উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামীর প্রার্থী মাওলানা মো. হুমায়ূন কবীর।
পরে উপজেলা প্রসাশনের আয়োজনে শহীদ মুক্তিযোদ্ধা পরিবার ও বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা অনুষ্ঠিত হয়। এতে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মাহবুব হাসান এর সভাপতিত্বে বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভূমি) মো. রাজিব হোসেন, মুক্তিযোদ্ধা কমান্ডের আহবায়ক মো. চাঁদ মিঞা, থানা অফিসার ইনচার্জ মো. সাব্বির রহমান প্রমূখ।