পিরোজপুরে মহান বিজয় দিবস পালিত হয়েছে। স্থানীয় বলেশ্বর নদী ঘাটের শহীদ বেদিতে পুস্পস্তবক অর্পণের মধ্য দিয়ে দিবসের শুরু হয়। রাস্ট্রের পক্ষে পিরোজপুরের জেলা প্রশাসক মোহাম্মদ আবু সাঈদ, পুলিশ সুপার মোহাম্মদ মনজুর আহমেদ সিদ্দিকী, মুক্তিযোদ্ধা সংসদ, জেলা বিএনপি, পিরোজপুর প্রেসক্লাবসহ বিভিন্ন সরকারী-বেসরকারী প্রতিষ্ঠান শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন ।
সকাল নয়টায় জেলা স্টেডিয়াম মাঠে আনুষ্ঠানিক জাতীয় পতাকা উত্তোলন ও কুচকাওয়াজ অনুষ্ঠিত হয়। দুপুর ১২ টায় জেলা প্রশাসনের পক্ষ থেকে মুক্তিযোদ্ধা ও শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যদের সংবর্ধনা দেয়া হয়। এছাড়াও বিজয় দিবস উপলক্ষে বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক প্রতিষ্ঠান নানা কর্মসূচী গ্রহন করেছে।