বিজয় দিবসে স্বাধীনতার সুফল ঘরে ঘরে পৌঁছে দেওয়ার প্রতিশ্রুতি

এফএনএস (এ.কে. আজাদ সেন্টু; লালপুর, নাটোর) :
| আপডেট: ১৬ ডিসেম্বর, ২০২৫, ০৫:১৮ পিএম | প্রকাশ: ১৬ ডিসেম্বর, ২০২৫, ০৫:১৮ পিএম
বিজয় দিবসে স্বাধীনতার সুফল ঘরে ঘরে পৌঁছে দেওয়ার প্রতিশ্রুতি

বাংলাদেশ বিজয়ের ৫২ বছর হলেও এর সুফল পায়নি এদেশের মানুষ। ক্ষমতায় এসে তারা শুধু নিজেদের আখের গুছিয়েছে। তারা জনগণের জন্য কিছুই করতে পারেনি। তাই জামায়াত স্বাধীনতার সুফল ঘরে ঘরে পৌঁছে দেওয়ার জন্য কাজ করে যাচ্ছে। আগামী নির্বাচনে সেবা করার দায়িত্ব দিলে মানুষের কল্যাণে কাজ করবেন বলে প্রতিশ্রুতি দেন নাটোর ১ (লালপুর- বাগাতীপাড়া) আসনে জামায়াত মনোনীত প্রার্থী লালপুর উপজেলা আমির মাওলানা আবুল কালাম আজাদ। সোমবার ১৬ ডিসেম্বর দুপুরে উপজেলা জামায়াতের উদ্যোগে বিজয় দিবস উপলক্ষে আয়োজিত বিজয় র‍্যালি শেষে সংক্ষিপ্ত পথসভায় তিনি এসব কথা বলেন। লালপুর কলেজ মোড়ে উপজেলা সেক্রেটারি অ্যাডভোকেট মাসুদ রানার সঞ্চালনায় এসময় উপস্থিত ছিলেন উপজেলা নায়েবে আমির মাওলানা আকবর আলী, জেলা সূরা সদস্য অধ্যাপক আব্দুল ওহাব, উপজেলা সহকারী সেক্রেটারি হাফেজ আফজাল হোসাইন, মহসিন আলম, উপজেলা কর্মপরিষদ সদস্য সাজ্জাদুর রহমান উজ্জল, হামিদুল ইসলাম, পৌর এবং ইউনিয়ন সভাপতি ও সাধারণ সম্পাদক সহ অন্যান্য নেতৃবৃন্দ। এর আগে জামায়াতের উপজেলা কার্যালয় এলাকার রামকৃষ্ণপুর চিনি বটতলা মোড় থেকে মাওলানা আবুল কালাম আজাদের নেতৃত্বে একটি বিশাল র‍্যালি বের করা হয়। এতে দলের শত শত নেতাকর্মী অংশগ্রহণ করেন। র‍্যালিটি রামকৃষ্ণপুর, কসাইপাড়া, থানাপাড়া, হাসপাতাল গেট, হাজী মার্কেট, লালপুর ত্রিমোহিনী, ছয় রাস্তার মোড় হয়ে লালপুর কলেজ মোড়ে চত্বরে শেষ হয়।

আপনার জেলার সংবাদ পড়তে