মোল্লাহাটে মহান বিজয় দিবস ২০২৫ উদযাপিত

এফএনএস (এম এম মফিজুর রহমান; মোল্লাহাট, বাগেরহাট) : | প্রকাশ: ১৬ ডিসেম্বর, ২০২৫, ০৬:০৭ পিএম
মোল্লাহাটে মহান বিজয় দিবস ২০২৫ উদযাপিত

বাগেরহাটের মোল্লাহাটে উপজেলা প্রশাসনের ব্যাপক আয়োজনে যথাযোগ্য মর্যাদা ও উৎসবমুখর পরিবেশে মহান বিজয় দিবস ২০২৫ উদযাপিত হয়েছে। ১৬ ডিসেম্বর মঙ্গলবার সূর্যোদয়ের সাথে সাথে ৩১ বার তোপধ্বনির মাধ্যমে দিবসটির শুভ সূচনা করা হয়। সকাল ৬টা ৩৫ মিনিটে উপজেলা কম্পাউন্ডের শহীদ মিনারে প্রথমে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করে উপজেলা প্রশাসন। এরপর পর্যায়ক্রমে মুক্তিযোদ্ধা সংসদ, মোল্লাহাট থানা, মোল্লাহাট হাইওয়ে থানা, মোল্লাহাট ফায়ার সার্ভিস স্টেশন, উপজেলা বিএনপি ও এর সহযোগী সংগঠন, এনসিপি, মোল্লাহাট পল্লী বিদ্যুৎ সমিতি, সোনালী ব্যাংক, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, প্রেসক্লাব মোল্লাহাট, কেআর কলেজসহ বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান ও ব্যক্তি শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন।

সকাল ৯টায় কেআর কলেজ মাঠে আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন, কুচকাওয়াজ সালাম গ্রহণ ও শিক্ষার্থীদের শারীরিক কসরত প্রদর্শন অনুষ্ঠিত হয়। পরে সকাল সাড়ে ১১টায় একই স্থানে বীর মুক্তিযোদ্ধা, যোদ্ধাহত মুক্তিযোদ্ধা ও শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যদের সংবর্ধনা এবং মুক্তিযুদ্ধভিত্তিক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। বিকাল তিনটায় ঐতিহ্যবাহী লাঠিখেলা ও প্রীতি ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়। এছাড়া সন্ধ্যায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান এবং উপজেলা পরিষদ চত্বরে তিন দিনব্যাপী বিজয় মেলার আয়োজন করা হয়েছে।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী অফিসার শ্যামানন্দ কুন্ডু বলেন, “মহান মুক্তিযুদ্ধের মাধ্যমে অর্জিত বিজয় আমাদের জাতির সর্বশ্রেষ্ঠ গৌরব। এই বিজয় শুধু একটি দিনের নয়, এটি আমাদের স্বাধীন সত্তা, অধিকার ও আত্মমর্যাদার প্রতীক। নতুন প্রজন্মের কাছে মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস পৌঁছে দিতে হবে, যাতে তারা দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে একটি উন্নত ও মানবিক বাংলাদেশ গড়ে তুলতে পারে।”

তিনি আরও বলেন, “বীর মুক্তিযোদ্ধাদের আত্মত্যাগ কখনোই ভুলে যাওয়া যাবে না। তাঁদের আদর্শ ধারণ করেই আমাদের সামনে এগিয়ে যেতে হবে।” সহকারী কমিশনার (ভূমি) সুস্মিতা সাহার সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মোল্লাহাট থানার অফিসার ইনচার্জ কাজী রমজানুল হক।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মোহাম্মদ হাসান আলী, কৃষি কর্মকর্তা মো. মতিয়র রহমান, উপজেলা প্রকৌশলী ফেরদৌস আলম, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা রাজীব রায়, বিএনপির কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য অ্যাডভোকেট শেখ ওয়াহিদুজ্জামান দিপু, বাগেরহাট জেলা বিএনপি নেতা ইঞ্জিনিয়ার মাসুদ রানা, উপজেলা বিএনপি সভাপতি শেখ হাফিজুর রহমান, সাধারণ সম্পাদক মো. হারুন আল রশীদ,

সাবেক সাধারণ সম্পাদক শেখ সাহেদ আলী, সাবেক সদস্য সচিব মোঃ জাহিদুল ইসলাম মিয়া, উপজেলা জামায়াতের নায়েবে আমির আব্দুস সবুর শিকদার, এনসিপি সভাপতি ফয়সাল কাজী, সমাজসেবা কর্মকর্তা উসমান হামিদ, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ মফিজুর রহমান, প্রেসক্লাব মোল্লাহাটের সাধারণ সম্পাদক এম এম মফিজুর রহমান, সহ-সভাপতি মোঃ মনিরুজ্জামান মোল্লা, সহ-সভাপতি আব্দুল্লাহ ফারুক, যুগ্ম সাধারণ সম্পাদক শেখ শাহিনুর ইসলাম শাহীন, সাংবাদিক মোঃ বশার মোল্লা, কেএম মাহামুদুল হক, আল হাফিজ শেখ, মোঃ শফিউল আজম নিশানসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ, মুক্তিযোদ্ধা, সাংবাদিক ও সুধীজন। অনুষ্ঠান সঞ্চালনা করেন একাডেমিক সুপারভাইজার রামপদ বিশ্বাস ও মহিলা বিষয়ক কর্মকর্তা রুনিয়া আখতার।