নাটোরের লালপুরে উপজেলা প্রশাসন, বিএনপি-জামায়াত সহ বিভিন্ন রাজনৈতিক দল ও সামাজিক সংগঠন সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের আয়োজনে যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস পালিত হয়েছে।
লালপুর উপজেলা প্রশাসনের আয়োজনে "রক্তে অর্জিত বিজয়ের প্রথম প্রহর" সূর্যোদয়ের সাথে সাথে ৩১ বার তোপধ্বনি, শহিদ মিনারে সর্বস্তরের জনসাধারণের পুষ্পস্তবক অর্পণ, উপজেলা পরিষদ দপ্তরে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের ডিসপ্লেতে অংশগ্রহণকারী প্রতিযোগীদের মাঝে পুরস্কার বিতরণ ও মহান মুক্তিযুদ্ধে শহিদের আত্মার শান্তি কামনা করে দোয়া অনুষ্ঠিত হয়।
এউপলক্ষে উপজেলা পরিষদের মিলনায়তনে বীর মুক্তিযোদ্ধা, শহিদ বীর মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যদের সংবর্ধনা অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার জুলহাস হোসেন সৌরভের সভাপতিত্বে অনুষ্ঠানে লালপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আবির হোসেন, লালপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মজিবর রহমান, পুলিশ পরিদর্শক (ওসি তদন্ত) এস এম রিয়াজুল হাসান, লালপুর পল্লী বিদ্যুৎ জোনাল অফিসের ডিজিএম রেজাউল করিম, লালপুর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার এ কে এম লতিফুল বারী, উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান ও শিক্ষার্থীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।