মহান বিজয় দিবস উপলক্ষে রূপসা উপজেলা যুব জামায়াতে ইসলামীর পক্ষ থেকে বর্ণাঢ্য র্যালী অনুষ্ঠিত হয়েছে। ১৬ই ডিসেম্বর (সকাল সাড়ে ৮ টায়) পূর্ব রূপসা ইসলামী সমাজ কল্যাণ পরিষদ ও পাঠাগারের সন্নিকটে এ র্যালীর আয়োজন করা হয়। র্যালীটি পূর্ব রূপসা রেল স্টেশন থেকে শুরু হয়ে বাগমারা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে দিয়ে মসজিদ এ আকসার সামনে হয়ে পূর্ব রূপসা বাসস্ট্যান্ড প্রদক্ষিণ করে বীরশ্রেষ্ঠ শহীদ রুহুল আমিন ও বীরবিক্রম মুহিব্বুল্লাহ'র কবর জিয়ারত করে পূনরায় ব্যাংকের মোড় থেকে রূপসা বাজারের ভেতরের সড়ক প্রদক্ষিণ করে রেল স্টেশন মাঠে এসে শেষ হয়।
এ-সময় র্যালীতে উপস্থিত ছিলেন, রূপসা উপজেলা জামায়াতে ইসলামী সেক্রেটারি হাবিবুল্লাহ ইমন, খুলনা জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সেক্রেটারি মুহাম্মদ নাজিম উদ্দীন, উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি মুহাম্মদ জসিম উদ্দিন, উপজেলা শুরা ও কর্মপরিষদ সদস্য মুহাম্মদ সেলিম রেজা,
নৈহাটী ইউনিয়ন জামায়াতে ইসলামীর আমির মুফতি মাওঃ মহিউদ্দিন শেখ, সেক্রেটারি মো. আজিজুল হক, এসিস্ট্যান্ট সেক্রেটারি ক্বারী মাওঃ মামুনুর রশিদ, উপজেলা শ্রমিক কল্যাণ সেক্রেটারি মো. ফিরোজ শেখ,
নৈহাটী ইউনিয়ন শ্রমিক কল্যাণ সভাপতি মো. রবিউল ইসলাম, উপজেলা নির্মাণ শ্রমিক ট্রেড ইউনিয়ন সভাপতি মো. আল-আমিন।
এছাড়াও উপস্থিত ছিলেন, নৈহাটী ইউনিয়নের ওয়ার্ড ও ইউনিটের সভাপতি সেক্রেটারি ও জামায়াতে ইসলামীর রোকন, কর্মী, সহযোগী সদস্য ও সর্ব সাধারণ জনগন।
র্যালীটি শেষ করে পূর্ব রূপসা রেলস্টেশন মাঠে পথশিশু ও উপস্থিত সকলের মাঝে খাবার বিতরণ করা হয়।
এই বর্ণাঢ্য র্যালীর মাধ্যমে মহান মুক্তিযুদ্ধের শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানান এবং তাদের মাগফেরাতের জন্য মহান রব্বুল আলামিনের কাছে দোয়া করা হয়। এ দেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষায় ধর্ম বর্ণ নির্বিশেষে সকলকে ঐক্যবদ্ধ থেকে দেশের স্বার্থ সংশ্লিষ্ট ব্যাপারে একমত হয়ে কাজ করার অঙ্গীকার পুনর্ব্যক্ত করা হয়।