১৮ বছর পর

দেশে ফিরছেন তারেক রহমান, বিএনপি ঘোষণা করলো নতুন কর্মসূচি

নিজস্ব প্রতিবেদক | প্রকাশ: ১৬ ডিসেম্বর, ২০২৫, ০৭:০৪ পিএম
দেশে ফিরছেন তারেক রহমান, বিএনপি ঘোষণা করলো নতুন কর্মসূচি

দীর্ঘ ১৮ বছর নির্বাসিত থাকার পর আগামী ২৫ ডিসেম্বর লন্ডন থেকে দেশে ফিরছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তার স্বদেশ প্রত্যাবর্তনকে কেন্দ্র করে দলটি নতুন কর্মসূচি ঘোষণা করেছে, যার নাম—‘আমার ভাবনায় বাংলাদেশ: জাতীয় রিল মেকিং প্রতিযোগিতা’। মঙ্গলবার (১৬ ডিসেম্বর) বিকেলে গুলশানে বিএনপির নতুন কার্যালয়ে সংবাদ সম্মেলনে এই কর্মসূচির বিস্তারিত তুলে ধরেন তারেক রহমানের উপদেষ্টা মাহাদী আমিন।

রিল মেকিং প্রতিযোগিতা ১৬ ডিসেম্বর থেকে শুরু হয়ে ২৫ ডিসেম্বর পর্যন্ত চলবে। এতে অংশগ্রহণকারীদের ১ মিনিট দৈর্ঘ্যের রিল তৈরি করতে হবে, যা নির্ধারিত ১১টি থিমের যেকোনো একটি বিষয়কে কেন্দ্র করে হবে। মাহাদী আমিন জানান, প্রতিযোগিতায় যে কেউ অংশ নিতে পারবেন এবং সেরা ১০ জন অংশগ্রহণকারী তারেক রহমানের সঙ্গে একান্ত আলাপের সুযোগ পাবেন।

প্রতিযোগিতার নিয়মাবলি অনুযায়ী, প্রথম দুই ধাপে থিম নির্বাচন ও রিল তৈরি করতে হবে। তৃতীয় ও চতুর্থ ধাপে প্রতিযোগীদের ফেসবুক, ইউটিউব, ইনস্টাগ্রাম বা টিকটকের যে কোনো প্ল্যাটফর্মে রিলটি পোস্ট করতে হবে। পঞ্চম ধাপে ক্যাপশনে নির্ধারিত হ্যাশট্যাগ এবং ‘বাংলাদেশ ফার্স্ট’ শব্দবন্ধ ব্যবহার করা বাধ্যতামূলক। শেষ ধাপে রিলটির লিংক বিএনপির অফিসিয়াল ফেসবুক পেজের ‘আমার ভাবনায় বাংলাদেশ’ ইভেন্টে জমা দিতে হবে।

রিলের ধরন কোনো ভিডিও কনটেন্ট হতে পারে—একক বক্তব্য, স্যাটায়ার, গান, সংলাপ বা অভিনয়। মূল্যায়নে ৩০ শতাংশ নম্বর জনমতের ভিত্তিতে এবং ৭০ শতাংশ নির্ধারিত হবে জুরি বোর্ডের মাধ্যমে। প্রতিযোগিতার জন্য নির্ধারিত থিমগুলো হলো—ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, স্বাস্থ্য, কর্মসংস্থান, শিক্ষা, পরিবেশ, আমি যেমন দেশ চাই, ক্রীড়া, ইমাম ও মুয়াজ্জিনের সম্মান, প্রবাসী এবং দুর্নীতিমুক্ত বাংলাদেশ।

নতুন কার্যালয়টি তারেক রহমানের জন্য নির্ধারিত কি না—এমন প্রশ্নের জবাবে মাহাদী আমিন বলেন, “এটি বিএনপির একটি অফিস। একে ভারপ্রাপ্ত চেয়ারম্যানের কার্যালয় বলা ঠিক হবে না। প্রয়োজন অনুযায়ী ভবিষ্যতে বিস্তারিত জানানো হবে। দলের ভবিষ্যৎ নির্বাচনী কার্যক্রমও এই কার্যালয় থেকেই পরিচালিত হবে।”

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা ও সাবেক সচিব ইসমাইল জবিউল্লাহ, ড. জিয়াউদ্দিন হায়দার, ফরেন অ্যাফেয়ার্স কমিটির সদস্য সায়মুন পারভেজ এবং মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান। শায়রুল কবির খান বলেন, “আমরা দীর্ঘদিন ধরে প্রস্তুত হয়ে আছি, এবার দেশের মানুষ দেখবে, আমাদের নেতা গণতন্ত্রের মানসপুত্র হিসেবে নতুন ইতিহাস গড়বেন।”

আপনার জেলার সংবাদ পড়তে