পাবনা চাটমোহরে নানা আয়োজনে উদযাপিত হয়েছে ১৬ ডিসেম্বর,মহান বিজয় দিবস। এ উপলক্ষে মঙ্গলবার সরকারি,বেসরকারি পর্যায়ে রকম রকম কর্মসূচি পালিত হয়।চাটমোহর উপজেলা প্রশাসনের আয়োজনে দু’দিনব্যাপী কর্মসূচি পালিত হয়েছে। কর্মসূচির মধ্যে ছিল চিত্রাঙ্কন ও রচনা প্রতিযোগিতা,প্রীতি ফুটবল ম্যাচ,মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা,বিজয় মেলা,সাংস্কৃতিক অনুষ্ঠান। ১৬ ডিসেম্বর প্রত্যুষে ৩১ বার তোপধ্বনীর মাধ্যমে দিবসসের সূচনা করা হয়। এরপর উপজেলা পরিষদ মুক্তিযোদ্ধা স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মুসা নাসের চৌধুরীসহ সরকারি কর্মকর্তাবৃন্দ। এরপর বিজয় দিবসের সকালে উপজেলা পরিষদ চত্বরের মুক্তিযোদ্ধা স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পন করে চাটমোহর থানা পুলিশ,মুক্তিয়োদ্ধা সংসদ,চাটমোহর পৌরসভা,উপজেলা ও পৌর বিএনপি এবং এর অঙ্গ সংগঠণ,চাটমোহর প্রেসক্লাব,দৈনিক আমাদের বড়াল,দৈনিক চলনবিল,উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স,পাবনা পল্লী বিদ্যুৎ সমিতি-১,উপজেলা পূজা উদযাপন পরিষদ,চাটমোহর ব্যবসায়ী সমিতি.জাতীয় নাগরিক পার্টি,গণঅধিকার পরিষদ,জাতীয় আদিবাসী পরিষদ,চাটমোহর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়,অরবিট্ল লিংক শিক্ষা পরিবার,বিদ্যাপীঠ স্কুল,ডাক্তার জয়েন উদ্দিন স্কুল,শহীদ ক্যাডেট স্কুল,বড়াল বিদ্যা নিকেতন,জাতীয়তাবাদী শ্রমিক দলসহ বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠণ ও শিক্ষাপ্রতিষ্ঠান।
সকাল ৯টায় স্থানীয় বালুচর খেলার মাঠে আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন করেন ইউএনও মুসা নাসের চৌধুরী ও থানার অফিসার ইনচার্জ গোলাম সরোয়ার। এসময় সরকারি কর্মকর্তা,রাজনৈতিক নেতৃবৃন্দ,সাংবাদিক ও সুধিজন উপস্থিত ছিলেন। এখানে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের মনোজ্বঞ কুচকাওয়াজ ও ডিসপ্লে অনুষ্ঠিত হয়। উপজেলা পরিষদ চত্বরে বিজয় মেলা উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মুসা নাসের চৌধুরী।
সকাল ১১টায় মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে অনুষ্ঠিত হয় মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা। এছাড়া ছিল হাসপাতাল ও এতিমখানায় উন্নতমানের খাবার পরিবেশন। সন্ধ্যায় বিজয় মেলা প্রাঙ্গনে ছিল মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণ।
চাটমোহর প্রেসক্লাবের উদ্যোগে সকাল ৮টায় প্রেসক্লাবের সভাপতি হেলালুর রহমান জুয়েলের নেতৃত্বে সাংবাদিকরা মুক্তিযুদ্ধ স্মৃতিস্তম্ভে পুষ্ফস্তবক অর্পন করেন। ছিলো আলোচনা সভা।
এছাড়া চাটমোহর মহিলা ডিগ্রী কলেজ,সরকারি আরসিএন এন্ড বিএসএন মডেল পাইলট হাইস্কুল,বিলচলন ইউনিয়ন উচ্চ বিদ্যালয়,চলনবিল আদর্শ কলেজ,মির্জাপুর ডিগ্রী কলেজ,প্রফেসর বয়েন উদ্দিন ডিগ্রী কলেজসহ উপজেলার সকল শিক্ষাপ্রতিষ্ঠানে যথাযোগ্য মর্যাদায় উদযাপিত হয়েছে মহান বিজয় দিবস। ছিল আলোচনা সভা ও দোয়া মাহফিল।