চট্টগ্রাম কক্সবাজার মহাসড়কের চন্দনাইশ উপজেলায় যাত্রীবাহী বাস ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষের ঘটনায় মোটরসাইকেল আরোহী হাবিবুর রহমান(৪৩)র মৃত্যু হয়েছে। গত মঙ্গলবার বিকালে উপজেলার বুলার তালুক এলাকায় এ ঘটনা ঘটে। নিহত মোটরসাইকেল আরোহী হাবিবুর রহমান সিরাজগঞ্জ জেলার পুটিবাড়ি এলাকার আহসান উল্লাহর ছেলে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ঘাতক বাস চালক আলাউদ্দিন ও গাড়ি আটক করে। দোহাজারী হাইওয়ে থানার ইনচার্জ সালাউদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করেন।