গফরগাঁও সরকারি কলেজে বিজ্ঞান মেলা

এফএনএস (রফিকুল ইসলাম খান; গফরগাঁও, ময়মনসিংহ) : | প্রকাশ: ৭ জানুয়ারী, ২০২৫, ০২:৪৮ পিএম
গফরগাঁও সরকারি কলেজে বিজ্ঞান মেলা

শিক্ষার্থীদের মাঝে বৈজ্ঞানিক মনোভাব সৃষ্টি করার লক্ষ্যে ময়মনসিংহের গফরগাঁও সরকারি কলেজে গতকাল মঙ্গলবার (৭ জানুয়ারি) দিনব্যাপী বিজ্ঞান মেলার আয়োজন করা হয়। বিজ্ঞানমেলাকে কেন্দ্র করে পুরো কলেজ ক্যাম্পাস সাজসাজ রবে মুখর হয়ে ওঠে।

সকাল ১১টায় বিজ্ঞান মেলা উদ্বোধন করেন প্রধান অতিথি গফরগাঁও সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর কাজী ফারুক আহাম্মদ।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কলেজের বিজ্ঞান মেলা আয়োজক কমিটির আহ্বায়ক পদার্থবিদ্যা বিভাগের সহযোগী অধ্যাপক ড. শিহাব উদ্দিন। মেলায় ৬টি বিভিন্ন প্রযুক্তির প্রয়োগ করে উদ্ভাবনী স্টল অংশগ্রহণ করেছে। পরে প্রধান অতিথি কলেজের অধ্যক্ষ অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথিদের নিয়ে এ মেলায় প্রদর্শিত সবগুলো প্রজেক্ট ঘুরে দেখেন এবং বিজ্ঞানমনা শিক্ষার্থীদের সঙ্গে প্রদর্শিত প্রজেক্টগুলো সম্পর্কে মতবিনিময় করেন। মেলা পরিদর্শন শেষে প্রধান অতিথি তার সংক্ষিপ্ত বক্তৃতায় বিজ্ঞানমনা শিক্ষার্থীদের বিজ্ঞানভিত্তিক, সৃষ্ঠিধর্মী প্রতিভা এবং চিন্তা চেতনার ভূয়সী প্রশংসা করেন।

এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কলেজের শিক্ষক-শিক্ষার্থী ও সাংবাদিকবৃন্দ।

আপনার জেলার সংবাদ পড়তে